Ajker Patrika

মদনে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৪: ১০
মদনে ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত

নেত্রকোনার মদনে ট্রাকের চাপায় শিহাব উদ্দিন খান (৪৫) নামের মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মাহবুবুর রহমান কেষ্ট (৫০) নামের মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে নেত্রকোনার মদন-খালিয়াজুরী সড়কের মদন উপজেলা মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

শিহাব উদ্দিন খানের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খালিশাপুর গ্রামে এবং তিনি পূর্বধলা উপজেলার একটি ইউনিয়ন পরিষদে আনসার কমান্ডার পদে কর্মরত ছিলেন। মাহবুবুর রহমান কেষ্ট নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তাঁর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিহাব উদ্দিন ও মাহবুবুর রহমান মোটরসাইকেলে করে নেত্রকোনা শহর থেকে খালিয়াজুরীর দিকে যাচ্ছিলেন। পথে মদন উপজেলা মডেল মসজিদ এলাকায় প্রাণ-আরএফএলের পণ্যবাহী একটি ট্রাক পেছন থেকে তাঁদের চাপা দেয়। 
স্থানীয় লোকজন ও মদন ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন শিহাব উদ্দিন খানকে। আহত মাহবুবুর রহমান কেষ্টকে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠায়। এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ‘শিহাব উদ্দিনের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত