Ajker Patrika

মোহাম্মদপুরে ৬০ দোকান উচ্ছেদ করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত ৬০টি দোকান উচ্ছেদ করেছে। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরের গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় জাকের ডেইরি ফার্ম ও মদিনা ডেইরি ফার্মের অবৈধভাবে দখল করা ভূমি উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানকালে ৫টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল ৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। তিনি বলেন, ‘এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন ভূমির অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।’

অভিযানকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত