নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনোদ হালদার (৪৩) নামে এক মাছ ব্যবসায়ীর নিজের ঘর থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার নতুন বান্দুরা হালদারপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিনোদ হালদার স্থানীয় মৃত নিতাই হালদারের ছেলে। পরিবারের দাবি, বিনোদের আত্মহত্যার কারণ জানে না তারা। এলাকাবাসীর ধারণা—জুয়া খেলার জন্য করা ঋণের চাপে আত্মহত্যা করেছেন বিনোদ।
বিনোদের পরিবার বলছে, সোমবার বিকেলে দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান বিনোদ। এ সময় সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী বলছেন, মাছ ব্যবসায়ী বিনোদ জুয়া খেলায় আসক্ত ছিলেন। বিশেষ করে আইপিএলসহ নিয়মিত ক্রিকেট জুয়া খেলতেন। আর জুয়া খেলার টাকা জোগাড় করতে স্থানীয় একাধিক সুদি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। ঋণের চাপে বিনোদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তাঁরা।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক অজিত কুমার রায় বলেন, ‘আজ (মঙ্গলবার) মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত বিনোদ জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনোদ হালদার (৪৩) নামে এক মাছ ব্যবসায়ীর নিজের ঘর থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার নতুন বান্দুরা হালদারপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিনোদ হালদার স্থানীয় মৃত নিতাই হালদারের ছেলে। পরিবারের দাবি, বিনোদের আত্মহত্যার কারণ জানে না তারা। এলাকাবাসীর ধারণা—জুয়া খেলার জন্য করা ঋণের চাপে আত্মহত্যা করেছেন বিনোদ।
বিনোদের পরিবার বলছে, সোমবার বিকেলে দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান বিনোদ। এ সময় সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী বলছেন, মাছ ব্যবসায়ী বিনোদ জুয়া খেলায় আসক্ত ছিলেন। বিশেষ করে আইপিএলসহ নিয়মিত ক্রিকেট জুয়া খেলতেন। আর জুয়া খেলার টাকা জোগাড় করতে স্থানীয় একাধিক সুদি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। ঋণের চাপে বিনোদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তাঁরা।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক অজিত কুমার রায় বলেন, ‘আজ (মঙ্গলবার) মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত বিনোদ জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা সফলভাব স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে পেরেছি। কিন্তু আমরা সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদের এখন রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিতে হবে।’ আজ রোববার (২০ জুলাই) রাতে নগরের বিপ্লব উদ্যানে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে
১৯ মিনিট আগেনানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই—চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। এই চট্টগ্রামের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তা হলে সারা দেশের মানুষ একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে।
২৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এএ ইয়াং মিলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেন। এতে করে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
২৭ মিনিট আগেশিক্ষার্থীরা বলেন, আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, শিক্ষাব্যবস্থা ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
৪১ মিনিট আগে