Ajker Patrika

দীপাবলি উৎসব বর্জন করেছে পূজা উদ্‌যাপন পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীপাবলি উৎসব বর্জন করেছে পূজা উদ্‌যাপন পরিষদ

সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এবার শ্যামাপূজায় দীপাবলি উৎসব বর্জন করেছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ। সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের ঘোষণা অনুসারে এ উৎসব বর্জন করা হয়েছে।

পরিষদ সূত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ বৃহস্পতিবার। বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। 

বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, আমাদের ভেতরে যে ব্যথা সে কারণে এবার শ্যামাপূজায় দীপাবলি উৎসব হচ্ছে না। এই সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। 

সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শ্যামাপূজা সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী একাধিক দিনের অনুষ্ঠান পরিহার করা হয়। একই ভাবে শ্যামাপূজায় দীপাবলির উৎসব বর্জন করা হয়। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা নিজ নিজ মন্দিরে নীরবতা পালন করে। 

তবে, রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, শাঁখারীবাজার, তাঁতীবাজার, রমনা কালী মন্দির এবং বাসাবো মন্দিরসহ বেশ কিছু মন্দিরে স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে কালীপূজা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত