Ajker Patrika

শ্রীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
Thumbnail image
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা কালিয়াকৈর সড়কের বদনীভাঙ্গা গ্রামের মানসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক মো. মাইনুদ্দিন (২২) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ভাগলী গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। দুর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, মুরগি ভর্তি পিকআপ নিয়ে চালক মাইনুদ্দিনসহ চারজন কালিয়াকৈর যাচ্ছিল। পথে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মানসুরাবাদ এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গজারি বনের ভেতর চলে যায়। গজারি গাছের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপে থাকা অপর চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ৩০০ মুরগি মারা গেছে।

এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত