Ajker Patrika

রাজধানীতে ঘরে ফাঁসিতে ঝুলছিলেন বাবা, মেঝেতে ছেলের লাশ, মেয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২৩: ০২
রাজধানীতে ঘরে ফাঁসিতে ঝুলছিলেন বাবা, মেঝেতে ছেলের লাশ, মেয়ে হাসপাতালে

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। 

শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত ব্যক্তিরা হলেন বাবা মশিউর রহমান (৫০) ও তাঁর কলেজপড়ুয়া ছেলে সাহদাব (১৬)। এ ছাড়া মশিউর রহমানের মেয়ে সিনথিয়াকেও (১৩) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সময় তাঁদের মা বাসায় ছিলেন না। 

শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী বলেন, তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দোতলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বাবাকে ঝুলন্ত অবস্থায় এবং ছেলের লাশ মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মেয়েটিকে গলায় ফাঁস দেওয়া হলেও প্রাণে বেঁচে গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এলাকাবাসী ঘটনা জানার পর আগে জীবিত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে এবং পরে খবর পেয়ে পুলিশ এসে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত