Ajker Patrika

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় ফিরছেন আটকা পড়া সেই ২১ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় ফিরছেন আটকা পড়া সেই ২১ শিক্ষার্থী

তিনজন সেনাবাহিনীর সদস্যের তত্ত্বাবধানে বিশেষ বাসে ঢাকায় ফিরছেন সুনামগঞ্জে আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ২১ শিক্ষার্থী। 

আজ সকালে সুরমা নদীর মাঝে লঞ্চে আটকে থাকা ২১ শিক্ষার্থীকে উদ্ধার করে সেনাবাহিনীর রেসকিউ টিম। নিরাপদ স্থানে নেওয়ার পরে শুকনো খাবারের ব্যবস্থা করে অবশেষে ঢাকায় ফেরার ব্যবস্থা করছে সেনাবাহিনী। 

বিষয়টি নিশ্চিত করেছেন আটকে থাকা শিক্ষার্থীদের একজন মো. শোয়াইব আহমেদ। 

শোয়াইব বলেন, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। খুব শিগগিরই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। আমরা খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সার্বিক চেষ্টার মাধ্যমে সেনাবাহিনীর সহযোগিতায় এই উদ্ধার কাজ সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন শোয়াইব আহমেদ। 

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ বলেন, শিক্ষার্থীরা যখন সমস্যার সম্মুখীন হয়েছেন তখন থেকে আমি সার্বক্ষণিক প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। অবশেষে সেনাবাহিনীর সহযোগিতায় তাঁরা ঢাকায় ফিরছেন। আমাদের শিক্ষার্থীরা নিরাপদে ফিরে আসুক এটাই প্রত্যাশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত