Ajker Patrika

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা ঢাকায় আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জেবুন্নেছা আফরোজ। ছবি: সংগৃহীত
জেবুন্নেছা আফরোজ। ছবি: সংগৃহীত

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা আফরোজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে রাজধানীর বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল গভীর রাতে জেবুন্নেসা আফরোজকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।’

জেবুন্নেসা আফরোজ ছিলেন দশম জাতীয় সংসদের সদস্য। তাঁর স্বামী শওকত হোসেন হিরণ বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র ছিলেন। ২০১৪ সালের ৯ এপ্রিল হিরণের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেবুন্নেসা জয়লাভ করেন।

তাঁদের পারিবারিক ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘কী কারণে তাঁকে (জেবুন্নেসা আফরোজ) আটক করা হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত