Ajker Patrika

মেট্রোরেল চালুর বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৯: ৫৩
মেট্রোরেল চালুর বিষয়ে যা জানা গেল

রাজধানীর মিরপুর-১০–এ মেট্রোরেলের লাইনের নিচে পুলিশ বক্সে আগুন দেওয়ার পর থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেল চলাচল। গত বৃহস্পতিবার বিকেল ৫টার পর চলাচল বন্ধ রাখার পরদিন শুক্রবার মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। 

এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার অফিস-আদালত চললেও চালু হয়নি মেট্রোরেল। এই সপ্তাহে চলাচলের সম্ভাবনাও নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন দুটি সম্পর্কে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী এক বছর লাগবে স্টেশন দুটি চালু করতে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজকের পত্রিকাকে জানান, মেট্রোরেল কবে চালু করতে পারবেন, এ বিষয়ে এখনো তিনি নিজেও জানেন না। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না তিনি। 

তবে মেট্রোরেলের একটি সূত্র জানিয়েছে, এই সপ্তাহে আর এক দিন (বৃহস্পতিবার) আছে। চালু হবে না এই সপ্তাহে। আগামী সপ্তাহে চালু করা যাবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিষয় মাথায় রেখে কাজ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত