Ajker Patrika

‘সাহসী সাংবাদিকতার’ সম্মাননা পেলেন আজকের পত্রিকার দোহার প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২২: ১১
Thumbnail image

বাংলাদেশ মানবাধিকার কমিশনের (বিএইচআরসি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে ঢাকার দোহার উপজেলায়। এ সময় মানবাধিকার সুরক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ক্ষেত্রে নয়জনকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।

এতে সাংবাদিকতায় সাহসী ভূমিকা রাখার জন্য সম্মাননা স্মারক পেয়েছেন দৈনিক আজকের পত্রিকার দোহার প্রতিনিধি শরীফ হাসান। 

আজ মঙ্গলবার বেলা একটায় মানবাধিকার কমিশনের ঢাকা জেলা দক্ষিণের আঞ্চলিক কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংস্থাটির ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি নাসিরুদ্দিন পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। 

পরে প্রতিবারের মতোই সমাজের বিভিন্ন পেশায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে মানবাধিকার সম্মাননা স্মারক দেওয়া হয়। 

অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা স্মারকপ্রাপ্তরা হলেন সমাজসেবায় মহিউদ্দীন মাদবর, আব্দুল মালেক দোহারী ও খোরশেদ আলম, মানবাধিকার সুরক্ষায় শেখ সোহেল রানা, সাইদুল ইসলাম, নাজমা বেগম ও রাশেদ খন্দকার এই সম্মাননা স্মারক পান। 

এ ছাড়া সফল মাদক অভিযান ও উদ্ধারকাজে বিশেষ ভূমিকা রাখায় দোহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নান্টু কৃষ্ণ মজুমদারকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

সভার সভাপতিত্ব করেন এ শাখার নির্বাহী সভাপতি হাফেজ কারী আব্দুল ওহাব দোহারী, বিশেষ অতিথি ছিলেন যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক আজাহারুল হক। সভা পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক হাজি নাছির উদ্দিন পল্লব। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ ইন্তাজি, মহিউদ্দীন মাদবর, আব্দুল মালেক দোহারী, মাহবুবুল আলম ফারুক, যুগ্ম সম্পাদক সেখ সোহেল রানা, সাইদুল ইসলাম, সামছুল হক, রফিকুল ইসলাম, মাঠ পরিদর্শক রাশেদ খন্দকার, মেহবুব হাসান কুতুব, তুষার, আজগর, মোশাররফ, মহিলা কর্মী নাজমা বেগম, সাবিনা জাছরিন, রুবিনা, রুশনাসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত