ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের এক রোগীর স্বজন প্রতারক চক্রের কবলে পড়ে স্বর্ণ ও মোবাইল ফোন খুইয়েছেন। আজ রোববার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই দুই প্রতারককে ধরেন রোগীর স্বজনরা। পরে হাসপাতালের পুলিশ ক্যাম্পের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
আটক দুজন হলেন মো. সুমন (২২) ও মকবুল হোসেন (৩০)। মমিন নামের আরও এক যুবক পলাতক আছেন।
আটক মো. সুমন পুলিশকে জানিয়েছেন, তাঁদের তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রতারণা করে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পর সেগুলো ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
ভুক্তভোগী নারী বেদেনা খাতুন বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পাতরাইল গ্রামে। তাঁর স্বামী আয়নাল হক (৫৫) আশুলিয়া ড্রেজার মেশিনে শ্রমিকের কাজ করেন। গত ২৬ মার্চ কাজ করার সময় পরে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সেদিনই তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, গতকাল দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন পানির পাম্পে তিনি পানি আনতে যান। সে সময় সঙ্গে ছেলে নাঈম ছিল। হঠাৎ তিন যুবক তাঁকে মা বলে ডাক দিয়ে বলেন, তাঁদের রোগী হাসপাতালে ভর্তি আছে। একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলেন, এর মধ্যে লাখ টাকার পণ্য আছে তা বিক্রি করতে পারবেন। এই কথা বলে গলায় থাকা দুই ভরির রুপার চেইন, ছয় আনার কানের দুল, ও একটি বাটন মোবাইল ফোন তাঁদের কাছে দেন তিনি। তবে এসব জিনিস দেওয়ার সময় কোনো কিছু বুঝ উঠতে না পারায় তাঁদের বাধা দেননি। পরে হাসপাতালের বেডে গিয়ে ব্যাগটি খুলে দেখেন এক প্যাকেট সুজি।
তিনি আরও বলেন, ‘এরপর থেকে ওই তিন প্রতারককে খুঁজতে থাকি। আজ দুপুরে জরুরি বিভাগে ওই তিন যুবককে আমার ছেলে নাঈম চিনে ফেলে আমাকে খবর দেয়। পরে তাঁদের দুজনকে ধরে ফেললেও একজন পালিয়ে যায়। দুই যুবক প্রতারণা করে জিনিসপত্র নেওয়ার কথা স্বীকার করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আজ দুপুরে ভুক্তভোগী নারী ওই দুই প্রতারককে চিনে ফেলে এবং তাদের ধরে ফেলে। তারা তিন যুবক গতকাল প্রতারণার মাধ্যমে ওই নারীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। শাহবাগ থানা–পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।
ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের এক রোগীর স্বজন প্রতারক চক্রের কবলে পড়ে স্বর্ণ ও মোবাইল ফোন খুইয়েছেন। আজ রোববার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই দুই প্রতারককে ধরেন রোগীর স্বজনরা। পরে হাসপাতালের পুলিশ ক্যাম্পের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।
আটক দুজন হলেন মো. সুমন (২২) ও মকবুল হোসেন (৩০)। মমিন নামের আরও এক যুবক পলাতক আছেন।
আটক মো. সুমন পুলিশকে জানিয়েছেন, তাঁদের তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রতারণা করে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পর সেগুলো ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন।
ভুক্তভোগী নারী বেদেনা খাতুন বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পাতরাইল গ্রামে। তাঁর স্বামী আয়নাল হক (৫৫) আশুলিয়া ড্রেজার মেশিনে শ্রমিকের কাজ করেন। গত ২৬ মার্চ কাজ করার সময় পরে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সেদিনই তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, গতকাল দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন পানির পাম্পে তিনি পানি আনতে যান। সে সময় সঙ্গে ছেলে নাঈম ছিল। হঠাৎ তিন যুবক তাঁকে মা বলে ডাক দিয়ে বলেন, তাঁদের রোগী হাসপাতালে ভর্তি আছে। একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলেন, এর মধ্যে লাখ টাকার পণ্য আছে তা বিক্রি করতে পারবেন। এই কথা বলে গলায় থাকা দুই ভরির রুপার চেইন, ছয় আনার কানের দুল, ও একটি বাটন মোবাইল ফোন তাঁদের কাছে দেন তিনি। তবে এসব জিনিস দেওয়ার সময় কোনো কিছু বুঝ উঠতে না পারায় তাঁদের বাধা দেননি। পরে হাসপাতালের বেডে গিয়ে ব্যাগটি খুলে দেখেন এক প্যাকেট সুজি।
তিনি আরও বলেন, ‘এরপর থেকে ওই তিন প্রতারককে খুঁজতে থাকি। আজ দুপুরে জরুরি বিভাগে ওই তিন যুবককে আমার ছেলে নাঈম চিনে ফেলে আমাকে খবর দেয়। পরে তাঁদের দুজনকে ধরে ফেললেও একজন পালিয়ে যায়। দুই যুবক প্রতারণা করে জিনিসপত্র নেওয়ার কথা স্বীকার করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আজ দুপুরে ভুক্তভোগী নারী ওই দুই প্রতারককে চিনে ফেলে এবং তাদের ধরে ফেলে। তারা তিন যুবক গতকাল প্রতারণার মাধ্যমে ওই নারীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। শাহবাগ থানা–পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে