Ajker Patrika

ঢামেকে স্বর্ণ–মোবাইল ফোন খোয়ালেন নারী, আটক ২ 

ঢামেক প্রতিবেদক
ঢামেকে স্বর্ণ–মোবাইল ফোন খোয়ালেন নারী, আটক ২ 

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের এক রোগীর স্বজন প্রতারক চক্রের কবলে পড়ে স্বর্ণ ও মোবাইল ফোন খুইয়েছেন। আজ রোববার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই দুই প্রতারককে ধরেন রোগীর স্বজনরা। পরে হাসপাতালের পুলিশ ক্যাম্পের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। 

আটক দুজন হলেন মো. সুমন (২২) ও মকবুল হোসেন (৩০)। মমিন নামের আরও এক যুবক পলাতক আছেন। 

আটক মো. সুমন পুলিশকে জানিয়েছেন, তাঁদের তিনজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। প্রতারণা করে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পর সেগুলো ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন। 

ভুক্তভোগী নারী বেদেনা খাতুন বলেন, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার পাতরাইল গ্রামে। তাঁর স্বামী আয়নাল হক (৫৫) আশুলিয়া ড্রেজার মেশিনে শ্রমিকের কাজ করেন। গত ২৬ মার্চ কাজ করার সময় পরে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সেদিনই তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

তিনি আরও বলেন, গতকাল দুপুরে হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন পানির পাম্পে তিনি পানি আনতে যান। সে সময় সঙ্গে ছেলে নাঈম ছিল। হঠাৎ তিন যুবক তাঁকে মা বলে ডাক দিয়ে বলেন, তাঁদের রোগী হাসপাতালে ভর্তি আছে। একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলেন, এর মধ্যে লাখ টাকার পণ্য আছে তা বিক্রি করতে পারবেন। এই কথা বলে গলায় থাকা দুই ভরির রুপার চেইন, ছয় আনার কানের দুল, ও একটি বাটন মোবাইল ফোন তাঁদের কাছে দেন তিনি। তবে এসব জিনিস দেওয়ার সময় কোনো কিছু বুঝ উঠতে না পারায় তাঁদের বাধা দেননি। পরে হাসপাতালের বেডে গিয়ে ব্যাগটি খুলে দেখেন এক প্যাকেট সুজি। 

তিনি আরও বলেন, ‘এরপর থেকে ওই তিন প্রতারককে খুঁজতে থাকি। আজ দুপুরে জরুরি বিভাগে ওই তিন যুবককে আমার ছেলে নাঈম চিনে ফেলে আমাকে খবর দেয়। পরে তাঁদের দুজনকে ধরে ফেললেও একজন পালিয়ে যায়। দুই যুবক প্রতারণা করে জিনিসপত্র নেওয়ার কথা স্বীকার করেন।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আজ দুপুরে ভুক্তভোগী নারী ওই দুই প্রতারককে চিনে ফেলে এবং তাদের ধরে ফেলে। তারা তিন যুবক গতকাল প্রতারণার মাধ্যমে ওই নারীর কাছ থেকে স্বর্ণ, রুপা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। শাহবাগ থানা–পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত