Ajker Patrika

রাজধানীর মুগদায় লেকের কচুরিপানার নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৫: ৩২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদায় লেক থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বয়স ১৪ বছর। ওই কিশোরকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে লেকের কচুরিপানার নিচে রেখে দেওয়া হয় বলে পুলিশের ধারণা।

টিশার্ট ও সবুজ রঙের হাফ প্যান্ট পরা ওই কিশোরের মরদেহটি পচে ফুলে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন বোঝা যায়নি।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মুগদা গ্রীন মডেল টাউনের ই ব্লকের একটি প্লট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাশ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে স্থানীয় এক লোক মুগদা গ্রীন মডেল টাউন ই ব্লকের ২ নম্বর রোডের ২৩ ও ২৪ নম্বর প্লটের মাঝামাঝি লেক থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলেন। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, মরদেহটি লেকের কচুরিপানার নিচে লুকানো অবস্থায় ছিল। দেহটি অনেকটাই পচে ফুলে গেছে এবং পোকা ধরে গেছে। তবে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে ওই কিশোরকে হত্যা করে গুম করার জন্য কচুরিপানা নিচে লুকিয়ে রেখেছে। পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত