আজাদুল আদনান, ঢাকা
সমালোচনার মুখেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সার্জারি অনুষদের ডিন ও জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। তিনি গত সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।
তবে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় অভিযোগ, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বিএনপি ঘরানার চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের শাসনকালে দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তাঁর এই পদে বসার আগে মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমে এলে শুরু হয় আলোচনা-সমালোচনা। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
এ নিয়ে বর্তমানে স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সলান কিছুদিন আগে গণমাধ্যমে বিষয়টি বলায় এককাট্টা হয়েছেন ছয়েফ উদ্দিনপন্থী কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকেরা। তাঁর দায়িত্ব গ্রহণের দুদিন পর প্রতিবাদের নামে গতকাল বুধবার সরকারি খরচে লাখ লাখ টাকা খরচ করে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
ওই বিজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য প্রশাসন পদের জন্য বিএসএমএমইউ অধ্যাপক ডা. আবু নাসার রিজভী একজন প্রার্থী ছিলেন। তিনি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের মাধ্যমে বিভিন্ন মহলে চেষ্টা-তদবির চালান বলেও ওই বিজ্ঞাপনে বলা হয়। এমনকি স্বাচিপের সভাপতির বিরুদ্ধে জামায়াত-বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়।
বিষয়টি নিয়ে গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলবেন না জানিয়ে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে বিষয়টি জড়িত। যিনি বা যাঁরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন, আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’ তবে একজনের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি না দেখে জনগণের টাকায় লাখ টাকার বিজ্ঞাপন দেওয়া কতটা যৌক্তিক—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
এ বিষয়ে স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান আজকের পত্রিকাকে বলেন, ‘ডা. ছয়েফ উদ্দিন আহমদের ব্যাপারে একজন জানতে চেয়েছিল আমি সেটা বলেছি। সেটা কেন ব্যক্তিগতভাবে নিয়ে উপাচার্য এত টাকা দিয়ে আমার বিরুদ্ধে বিষোদগার করছেন সেটা বুঝতে পারছি না। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না।’
সমালোচনার মুখেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সার্জারি অনুষদের ডিন ও জেনারেল সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। তিনি গত সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন।
তবে নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় অভিযোগ, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বিএনপি ঘরানার চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি আওয়ামী লীগের শাসনকালে দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। তাঁর এই পদে বসার আগে মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমে এলে শুরু হয় আলোচনা-সমালোচনা। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
এ নিয়ে বর্তমানে স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সলান কিছুদিন আগে গণমাধ্যমে বিষয়টি বলায় এককাট্টা হয়েছেন ছয়েফ উদ্দিনপন্থী কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকেরা। তাঁর দায়িত্ব গ্রহণের দুদিন পর প্রতিবাদের নামে গতকাল বুধবার সরকারি খরচে লাখ লাখ টাকা খরচ করে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
ওই বিজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য প্রশাসন পদের জন্য বিএসএমএমইউ অধ্যাপক ডা. আবু নাসার রিজভী একজন প্রার্থী ছিলেন। তিনি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের মাধ্যমে বিভিন্ন মহলে চেষ্টা-তদবির চালান বলেও ওই বিজ্ঞাপনে বলা হয়। এমনকি স্বাচিপের সভাপতির বিরুদ্ধে জামায়াত-বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়।
বিষয়টি নিয়ে গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলবেন না জানিয়ে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে বিষয়টি জড়িত। যিনি বা যাঁরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন, আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’ তবে একজনের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি না দেখে জনগণের টাকায় লাখ টাকার বিজ্ঞাপন দেওয়া কতটা যৌক্তিক—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।
এ বিষয়ে স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান আজকের পত্রিকাকে বলেন, ‘ডা. ছয়েফ উদ্দিন আহমদের ব্যাপারে একজন জানতে চেয়েছিল আমি সেটা বলেছি। সেটা কেন ব্যক্তিগতভাবে নিয়ে উপাচার্য এত টাকা দিয়ে আমার বিরুদ্ধে বিষোদগার করছেন সেটা বুঝতে পারছি না। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না।’
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে