ধানমন্ডির লেক থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৩ জুন ২০২৩, ১৩: ০৯
Thumbnail image

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত (১৪) এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ধানমন্ডি থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ধানমন্ডি ৭ নম্বর রোডের শেষ মাথায় বাইতুল আমান জামে মসজিদ-সংলগ্ন লেক থেকে পানিতে ভাসমান ওই কিশোরকে উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি।

সাইফুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই কিশোর লেকের পানিতে গোসল করতে নেমে তলিয়ে যায়। সেখান থেকে আর উঠতে পারেনি। পরে মৃতদেহ ভেসে উঠলে লোকজন থানায় খবর দেয়। তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত