Ajker Patrika

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে করলেন ৭০ যুগল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ২২: ৫০
Thumbnail image

বিশ্ব ইজতেমার এবারের আসরে যৌতুকবিহীন বিয়ে হয়েছে ৭০ যুগলের। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে আজ শনিবার বাদ আসর মূল বয়ান মঞ্চে ভারতের মাওলানা যুহাইরুল হাসান তাঁদের বিবাহ অনুষ্ঠান পরিচালনা করেন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এ সময় বিয়ের ওয়ালিমা হিসেবে মূল বয়ান মঞ্চের আশপাশের মুসল্লিদের মধ্য খেজুর বিতরণ করা হয়।

ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইজতেমায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা ৭০ যুগলের মধ্যে একজন লোকমান হোসেন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৭০ হাজার টাকা দেনমোহরে যৌতুক ছাড়া বিয়ে হয়েছে। যৌতুক ছাড়া বিয়ে করেছি। কনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমার শ্বশুর। বিয়ের আগেই দেনমোহরের টাকা পরিশোধ করেছি। ইজতেমা ময়দানে এসে বিয়ে করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নিশ্চিত আল্লাহ আমাদের কবুল করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত