Ajker Patrika

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
Thumbnail image
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। ফাইল ছবি

রাজধানীর উত্তরা থেকে আটকের সময় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটির বেশি টাকা ও প্রায় ৮৫ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

ডিএমপির উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে আজ বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

এর আগে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৩৫ নম্বর বাসা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

আটকের পর আব্দুস শহীদকে পুলিশ ভ্যানে উঠানোর সময় দুটি লাগেজও তোলা হয়। এ সময় আব্দুস শহীদকে বলতে শোনা যায়-‘কেউ ধাক্কা-ধাক্কি করবেন না’।

তাকে ওই বাসা থেকে বের করার পূর্বে উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তাকর্মী সহকারী কমান্ডার আবুল কালামসহ কয়েকজনকে বাড়ির ভেতরে নিয়ে যায় পুলিশ। ওই বাড়ি থেকে বেরিয়ে আবুল কালাম বলেন, ‘পুলিশ আমাদেরকে দুটি লাগেজ, তিন কোটির বেশি টাকা, চারটি স্বর্ণের বার ও স্বর্ণালংকার দেখিয়ে আমাদেরকে সাক্ষী করেছে।’

গ্রেপ্তার ও মামলার জব্দের বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে গত ৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-০৬) হয়েছে। ওই মামলার ২৪৬ নম্বর এজাহার নামীয় আসামি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত