মারুফ কিবরিয়া, মাওয়া থেকে
দুপুর ১২টা। মাওয়া ঘাটের চারপাশে কিছু যাত্রীবাহী বাসের সারি। তবে চলাচল বন্ধ। অলস সময় কাটছে পরিবহনশ্রমিকদের। আরেকটু এগিয়ে গিয়ে দেখা মিলল পুরো ঘাটের চেহারা। শিমুলিয়ার কিছু স্থানীয় বাসিন্দার চলাচল। কেউ সেলফি তুলছেন। কেউবা চায়ের চুমুকে জমিয়েছেন আড্ডা। ঘাট থেকে বিশেষ ব্যবস্থা ছাড়া কোনো ফেরি ছেড়ে যাচ্ছে না। পদ্মার ওপাশ থেকেও আসছে না। যাত্রীদের নিত্যদিনের আসা-যাওয়া নেই। শিমুলিয়ার এই দৃশ্য যেন একেবারেই অচেনা।
এমন দৃশ্যের কারণও অবশ্য সবার জানা। স্বপ্নের সেতু পদ্মার উদ্বোধন কেবলই সময়ের ব্যাপার। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। তাই চলাচলে এই সীমাবদ্ধতা।
সেতু উদ্বোধন নিয়ে শিমুলিয়া ঘাটের স্থানীয় মানুষের ব্যাকুলতার শেষ নেই। সময় যেন কাটছে না তাঁদের। যে পদ্মার বুকে বয়ে ফেরিতে পার হতে সময় লাগত ঘণ্টার পর ঘণ্টা। সেখানে সেতুর ওপর দিয়ে যেতে লাগবে খুবই স্বল্প সময়, যা ভাবতেই অনেকে আপ্লুত হচ্ছেন।
শিমুলিয়া ঘাটে ভ্রাম্যমাণ চায়ের দোকানে আড্ডা চলছে তিন যুবকের। তাঁদের মধ্যে মামুন নামের একজন বলেন, ‘এটা আমাদের জন্য পরম ভাগ্য। এই পদ্মা সেতু হবে ভাবতেও পারিনি। প্রধানমন্ত্রী একটা ধন্যবাদ পেতেই পারেন। বাড়িতে যেতে কত কষ্ট হতো। এখন অল্প সময়ে ভোগান্তি ছাড়া যেতে পারব।’
এদিকে পদ্মা সেতু উদ্বোধন সামনে রেখে জনসাধারণের চলাচলে সীমাবদ্ধতায় শিমুলিয়ার চিত্র প্রসঙ্গে আলীম নামের এক ভ্রাম্যমাণ দোকানি বলেন, ‘প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ থাকে। কত বেচাকেনা হয়। আজকে মানুষই নাই।’
ঘাটে আসা পারুল নামের এক তরুণী বলেন, ‘আমার বাড়ি পাশেই। গ্রামের বাড়ি মাদারীপুর। কাল তো সেতু চালু হবে। তাই আজকে ছবি তোলার জন্য আসছি। বিকেলের পর নাকি এদিকে আর আসা যাবে না।’
দুপুর ১২টা। মাওয়া ঘাটের চারপাশে কিছু যাত্রীবাহী বাসের সারি। তবে চলাচল বন্ধ। অলস সময় কাটছে পরিবহনশ্রমিকদের। আরেকটু এগিয়ে গিয়ে দেখা মিলল পুরো ঘাটের চেহারা। শিমুলিয়ার কিছু স্থানীয় বাসিন্দার চলাচল। কেউ সেলফি তুলছেন। কেউবা চায়ের চুমুকে জমিয়েছেন আড্ডা। ঘাট থেকে বিশেষ ব্যবস্থা ছাড়া কোনো ফেরি ছেড়ে যাচ্ছে না। পদ্মার ওপাশ থেকেও আসছে না। যাত্রীদের নিত্যদিনের আসা-যাওয়া নেই। শিমুলিয়ার এই দৃশ্য যেন একেবারেই অচেনা।
এমন দৃশ্যের কারণও অবশ্য সবার জানা। স্বপ্নের সেতু পদ্মার উদ্বোধন কেবলই সময়ের ব্যাপার। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। তাই চলাচলে এই সীমাবদ্ধতা।
সেতু উদ্বোধন নিয়ে শিমুলিয়া ঘাটের স্থানীয় মানুষের ব্যাকুলতার শেষ নেই। সময় যেন কাটছে না তাঁদের। যে পদ্মার বুকে বয়ে ফেরিতে পার হতে সময় লাগত ঘণ্টার পর ঘণ্টা। সেখানে সেতুর ওপর দিয়ে যেতে লাগবে খুবই স্বল্প সময়, যা ভাবতেই অনেকে আপ্লুত হচ্ছেন।
শিমুলিয়া ঘাটে ভ্রাম্যমাণ চায়ের দোকানে আড্ডা চলছে তিন যুবকের। তাঁদের মধ্যে মামুন নামের একজন বলেন, ‘এটা আমাদের জন্য পরম ভাগ্য। এই পদ্মা সেতু হবে ভাবতেও পারিনি। প্রধানমন্ত্রী একটা ধন্যবাদ পেতেই পারেন। বাড়িতে যেতে কত কষ্ট হতো। এখন অল্প সময়ে ভোগান্তি ছাড়া যেতে পারব।’
এদিকে পদ্মা সেতু উদ্বোধন সামনে রেখে জনসাধারণের চলাচলে সীমাবদ্ধতায় শিমুলিয়ার চিত্র প্রসঙ্গে আলীম নামের এক ভ্রাম্যমাণ দোকানি বলেন, ‘প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ থাকে। কত বেচাকেনা হয়। আজকে মানুষই নাই।’
ঘাটে আসা পারুল নামের এক তরুণী বলেন, ‘আমার বাড়ি পাশেই। গ্রামের বাড়ি মাদারীপুর। কাল তো সেতু চালু হবে। তাই আজকে ছবি তোলার জন্য আসছি। বিকেলের পর নাকি এদিকে আর আসা যাবে না।’
শহরের একটি গলি, হাতে টানা রিকশায় বসে আছেন এক তরুণী। এক হাতে তাঁর বই, আরেক হাতে বীণা। সঙ্গে রয়েছে রাজহাঁসও। যেন সরস্বতী দেবীর রূপ ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। গতকাল সোমবার পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় চড়কবাড়ী মাঠে দেখা গেছে ব্যতিক্রম ও নজরকাড়া সরস্বতী দেবীর এই প্রতিমা।
২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে একটি সমবায় সমিতিতে জমানো টাকা ফেরত না পেয়ে সমিতির সহসভাপতিকে তুলে নিয়ে গেছেন গ্রাহকেরা। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে একটি ফটোকপির দোকানে আড়াই ঘণ্টার অবরুদ্ধ রাখার পর ‘বিনিময় ক্ষুদ্র সমবায় সমিতির’ সহসভাপতি মো. অলি আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়।
১০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে শরীরে ইট বাঁধা, গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে শারমিন (৩১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকায় এই ঘটনা ঘটে। শারমিন নড়াইল সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে।
১ ঘণ্টা আগে