Ajker Patrika

মোহাম্মদপুরে বাজার কমিটির সভাপতি ও তাঁর ভাইকে গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১১: ১২
মোহাম্মদপুরে বাজার কমিটির সভাপতি ও তাঁর ভাইকে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজার কমিটির সভাপতি ও তাঁর ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

গুরুতর আহত অবস্থায় বাজার কমিটির সভাপতি আবুল হোসেন (৫০) ও তাঁর ছোট ভাই মাহবুবকে (৪২) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, একটি মোটরসাইকেলে করে তিনজন বাজারে ঢুকে সমিতির সভাপতি আবুল হোসেনের অফিসে যায়। সেখানে আলাপ-আলোচনা শেষে তিনজন বের হয়ে যাওয়ার সময় সভাপতি আবুল হোসেন চিৎকার শুরু করেন। তখন বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে ঘিরে ধরলে একপর্যায়ে সবার সামনেই সভাপতি আবুল হোসেনের পায়ে দুটি এবং তাঁর ভাই মাহবুবের পিঠে একটি গুলি করে। পরে আরও দুটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল রেখেই দৌড়ে পালিয়ে যায় তারা।

ওসি জানান, এ ঘটনায় ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত