Ajker Patrika

বনভোজনে গিয়ে পার্কের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে রাজাবাড়ি গার্ডেন পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে শাহাদত হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একটি মাদ্রাসায় পড়াশুনা করতো। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় স্বজনেরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মাদ্রাসা শিক্ষক মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিরআখরায় হলি কোরআন নামে একটি মাদ্রাসায় প্লে-গ্রুপে পড়তো শাহাদত। মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়। আয়োজন ছিল কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর রাজাবাড়ি গার্ডেন পার্কে। সকাল থেকে ওই পার্কে ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ প্রায় দেড়শ জন উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রকারের খেলার উপকরণ ছাড়াও সুইমিংপুল ছিল। অনেকেই শিশুদের নিয়ে সুইমিংপুলে নেমেছিল।’

তিনি আরও বলেন, ‘শাহাদত নামের ও শিশুটিও সুইমিংপুলে নামে। তবে তার মা সাজিয়া রহমান পাড়েই ছিল। গোসল করার সময় একপর্যায়ে শিশু শাহাদত পানিতে তলিয়ে যায়। দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।’

শিশু সাহাদতের মা সাজিয়া রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বর্তমানে কদমতলি পলাশপুর এলাকায় ভাড়া থাকেন। শিশুটির বাবা মারুফ হোসেনের বাবা ইতালী প্রবাসী। এক ভাই ও এক বোনের মধ্যে শাহাদত ছিল ছোট। শনিরআখরার ওই মাদ্রাসায় প্লে-গ্রুপে পড়তো শাহাদত।

তিনি আরও বলেন, মাদ্রাসা থেকে শিক্ষার্থীসহ অভিভাবকদের বনভোজনের আয়োজন ছিল আব্দুল্লাহপুরে একটি পার্কে। সেখানে সুইমিংপুলে গোসল করার সময় আমার ছেলে পানিতে তলিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জ থেকে মুমুর্ষ অবস্থায় ওই শিশুকে স্বজন ও শিক্ষকেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষকেরা জানায় একটি পার্কের সুইমিংপুলের পানিতে ডুবে গিয়েছিল শিশুটি। মরদেহ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত