Ajker Patrika

রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৮

রাজধানীর নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানা-পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, নগদ টাকাসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন–আল আমিন হাওলাদার, ওমর ফারুক, ফারুক ব্যাপারী, শহিদুল ইসলাম শেখ, মানিক, জহিরুল ইসলাম জহির, আল-আমিন আহম্মেদ ও মো. বারেক।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নিউমার্কেট এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, হকিস্টিক, বেতের লাঠি, নগদ ৩০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও কিছু প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ফারুক মিয়া নামে এক ব্যক্তি দুবাই থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছান। তিনি সেখান থেকে একটি প্রাইভেটকারে বাসার দিকে আসেন। রাত ৩টার দিকে হাতিরপুল রোডে তাঁর বাসার অদূরে একটি কালো রঙের নোআহ গাড়ি তাঁর গাড়ির পথরোধ করে। পথরোধ করা গাড়ি থেকে র‍্যাবের পোশাক পরিহিত ৫-৬ জন লোক নেমে নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ফারুক মিয়াকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামায় এবং তাঁর সঙ্গে থাকা মালামাল গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

আরও জানা যায়, তারা ফারুককে গাড়িতে করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে শারীরিক নির্যাতন করে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে হাতিরঝিল এলাকায় ফারুককে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি ফারুক মিয়া নিউমার্কেট থানায় একটি মামলা করেন।

পুলিশ এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত