নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। চিঠিটি গত মঙ্গলবার পাঠানো হয়েছে বলে জানা গেছে।
যে আটজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে পরীমণি, হেলেনা জাহাঙ্গীর ছাড়াও রয়েছেন গ্রেপ্তার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম।
একই চিঠিতে আরও তিনজনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন—রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া এবং ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।
এদিকে গতকাল বুধবার দুটি মাদকের মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়েছে। রাজধানীর গুলশান ও ভাটারা থানায় দায়ের করা দুটি মাদকের মামলায় ৫ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী সংস্থা সিআইডি। ঢাকার মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পিয়াসাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদালত পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকেও কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন। সিআইডি জিমিকেও আদালতে হাজির করে পুনরায় ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গুলশান থেকে জিমিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গত ১ আগস্ট রাতে বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকসহ পিয়াসাকে গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
অন্যদিকে চিত্রনায়িকা পরীমণির দ্বিতীয় দফায় রিমান্ডের দ্বিতীয় দিন আজ। সিআইডির মুখপাত্র আজাদ রহমান বলেন, রিমান্ড শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। চিঠিটি গত মঙ্গলবার পাঠানো হয়েছে বলে জানা গেছে।
যে আটজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে পরীমণি, হেলেনা জাহাঙ্গীর ছাড়াও রয়েছেন গ্রেপ্তার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম।
একই চিঠিতে আরও তিনজনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন—রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া এবং ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।
এদিকে গতকাল বুধবার দুটি মাদকের মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়েছে। রাজধানীর গুলশান ও ভাটারা থানায় দায়ের করা দুটি মাদকের মামলায় ৫ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী সংস্থা সিআইডি। ঢাকার মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পিয়াসাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদালত পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকেও কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন। সিআইডি জিমিকেও আদালতে হাজির করে পুনরায় ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গুলশান থেকে জিমিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গত ১ আগস্ট রাতে বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকসহ পিয়াসাকে গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
অন্যদিকে চিত্রনায়িকা পরীমণির দ্বিতীয় দফায় রিমান্ডের দ্বিতীয় দিন আজ। সিআইডির মুখপাত্র আজাদ রহমান বলেন, রিমান্ড শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশা আল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যাঁর যাঁর আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।
৫ মিনিট আগেবাড়ির মালিক শহিদ মিয়া বলেন, ‘আমি বিদেশে থেকে সারা জীবন কষ্ট করে এই ভবন তৈরি করেছি। এটাই আমার শেষ সম্বল। কোনো ধরনের নির্মাণ ত্রুটি ছিল না ভবন নির্মাণে। এখন আমি কী করব, বুঝতে পারছি না।’
৮ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুর মডার্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে টনসিল অপারেশনে শিশু মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কম
১২ মিনিট আগেবরিশালের গৌরনদীতে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১৭ মিনিট আগে