নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের ছাদের রেস্তোরাঁ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটি নকশাবহির্ভূত ও অবৈধভাবে ভবনটির ছাদে রেস্তোরাঁ পরিচালনা করে আসছিল বলে রাজউক কর্মকর্তারা দাবি করেছেন।
আজ রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকায় রাজউক এ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঢাকা রিজেন্সি হোটেলেও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন রাজউকের অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান। তাঁরা মূলত হোটেলের ছাদে থাকা একটি রেস্তোরাঁয় রান্নাঘরসহ অন্য স্থাপনা গুঁড়িয়ে দেন।
রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘নকশার সঙ্গে ভবনের ব্যবহারের মিল না থাকায় আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি।’
অভিযান শেষে কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই চলছিল রিজেন্সির ছাদের রেস্তোরাঁ। সেখানে কিচেন, পার্টি আয়োজন ও ক্রেতাদের বসার ব্যবস্থা ছিল। তবে এসবের কোনো অনুমোদন ছিল না। এ কারণে তাদের ছাদের রেস্তোরাঁ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রিজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় রিজেন্সির কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে রাজউক প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হোটেল রিজেন্সি ছাড়াও হোয়াইট হল, খাজানা ও মেইনল্যান্ড রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়। তাদেরও ব্যবসা পরিচালনাসহ অন্যান্য কাগজ নিয়ে ১৫ দিনের মধ্যে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করারও নির্দেশ দেওয়া হয়।
ঢাকার খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের ছাদের রেস্তোরাঁ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটি নকশাবহির্ভূত ও অবৈধভাবে ভবনটির ছাদে রেস্তোরাঁ পরিচালনা করে আসছিল বলে রাজউক কর্মকর্তারা দাবি করেছেন।
আজ রোববার বিকেলে রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকায় রাজউক এ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঢাকা রিজেন্সি হোটেলেও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে দেন রাজউকের অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান। তাঁরা মূলত হোটেলের ছাদে থাকা একটি রেস্তোরাঁয় রান্নাঘরসহ অন্য স্থাপনা গুঁড়িয়ে দেন।
রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘নকশার সঙ্গে ভবনের ব্যবহারের মিল না থাকায় আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি।’
অভিযান শেষে কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই চলছিল রিজেন্সির ছাদের রেস্তোরাঁ। সেখানে কিচেন, পার্টি আয়োজন ও ক্রেতাদের বসার ব্যবস্থা ছিল। তবে এসবের কোনো অনুমোদন ছিল না। এ কারণে তাদের ছাদের রেস্তোরাঁ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। রিজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় রিজেন্সির কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে রাজউক প্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
হোটেল রিজেন্সি ছাড়াও হোয়াইট হল, খাজানা ও মেইনল্যান্ড রেস্টুরেন্টকেও জরিমানা করা হয়। তাদেরও ব্যবসা পরিচালনাসহ অন্যান্য কাগজ নিয়ে ১৫ দিনের মধ্যে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করারও নির্দেশ দেওয়া হয়।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪৪ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে