Ajker Patrika

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ১৫: ২৭
Thumbnail image

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১২) এক কিশোর মারা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট সেনা মালঞ্চ রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

ঢাকা রেলওয়ে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) তারা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে সেনা মালঞ্চ গেটের পাশের রেললাইনে পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই কিশোর এবং ঘটনাস্থলেই মারা যায়।

এসআই আরও জানান, ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই কিশোর ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিল। সেখান থেকে নিচে পড়ে যায়। ওই কিশোর ভাসমান প্রকৃতির। তার পরনে ছিল লাল সাদা রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত