Ajker Patrika

বিস্ফোরক আইনের মামলায় ২ শিশুর মা হাফসার জামিন স্থগিত  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিস্ফোরক আইনের মামলায় ২ শিশুর মা হাফসার জামিন স্থগিত  

বিস্ফোরক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় কারাবন্দী হাফসা আক্তারের জামিন স্থগিত করা হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো.আশফাকুল ইসলাম ৮ সপ্তাহের জন্য জামিন স্থগিত করেন। এর গত ৬ মার্চ তাকে জামিন দেন হাইকোর্ট। 

রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ওই নারী ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে বলেছে–তার স্বামীকে তার ব্যাগ থেকে ককটেল দিয়েছেন। পরে তার স্বামী ওই ককটেল ছুড়ে মারে। আর ভিডিও ফুটেজে তার ছবি দেখা গেছে। 

জানা গেছে, বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গত বছরের ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। 

পরে ভিডিও ফুটেজ দেখে ২৬ নভেম্বর হাফসাকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবী।   

দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে হামিদের বাবা আবদুল হাই ভূঁইয়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বলেন, তাঁর ছেলেকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন বলে সে সময় জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত