Ajker Patrika

‎রাজধানীতে যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়া। ছবি: আজকের পত্রিকা
যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়া। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর লালবাগে সরকারি জায়গা দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের অভিযোগে ‎ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়াকে বিশেষ অভিযানে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার রাতে লালবাগের শহীদ গলি থেকে তাঁকে আটক করা হয়।

আজ ‎বুধবার (৯ জুলাই) দুপুরে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাঁন মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়া পট্টিতে রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছেন। এ ছাড়া আওয়ামী সরকারের পতনের পর থেকে শহীদনগর এলাকায় আধিপত্য বিস্তার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে শহীদনগর ৩ নম্বর গলি থেকে আটক করে আজিমপুর সেনা ক্যাম্পের সদ্যসরা। পরে তাঁকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।

পরিদর্শক (তদন্ত) মো. সাইফুজ্জামান আরও বলেন, চাঁন মিয়াকে গতকাল মঙ্গলবার রাতে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত