Ajker Patrika

বিডিআর মামলার বিচারে কেরানীগঞ্জে অস্থায়ী আদালত ঘোষণা: গেজেট প্রকাশ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ফাইল ছবি
ফাইল ছবি

বিডিআর হত্যা মামলার বিচারের জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করেছে সরকার। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ আজ রোববার এই আদালত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত ঢাকার নিউমার্কেট থানার মামলা এবং ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনাল মামলার বিচারকাজ পরিচালনার জন্য ২০১০ সালের ২৮ ডিসেম্বর বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে অবস্থিত অস্থায়ী আদালত ভবন ঘোষণা করা হয়।

ওই অস্থায়ী আদালতের পরিবর্তে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারসংলগ্ন অস্থায়ী আদালত ভবনকে অস্থায়ী আদালত ঘোষণা করা হয়েছে। এ জন্য ওই মামলার বিচারকাজ ওই অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত