Ajker Patrika

ময়দানে আসছেন মুসল্লিরা, দ্বিতীয় ধাপে ইজতেমা শুরু শুক্রবার

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
Thumbnail image

মুসলিম বিশ্বের দ্বিতীয় ও বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় ধাপে অংশ নিয়েছেন ভারতের মাওলানা সা’দপন্থীরা। 

ইজতেমায় শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে হবে। তার দেওয়া বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ। 

এর আগে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নেওয়ার পর গত মঙ্গলবার বিকেল থেকেই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার মুসল্লিরা ময়দানে প্রবেশ করেছেন। তবে বুধবার সকাল থেকেই দেশের বাকি জেলার মুসল্লিরা ময়দানে প্রবেশ করতে দেখা যায়। 

আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ময়দানের চারপাশের ১৩টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও পায়ে হেঁটে মাঠে প্রবেশ করছেন। তাঁদের কারও হাতে ব্যাগ, কারও মাথায় প্রয়োজনীয় জিনিসপত্র। নিজ জেলা থেকে জামাত বন্দী হয়ে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা। ময়দানে প্রবেশের পর তাঁরা তাদের নির্ধারিত (খিত্তা) জায়গায় অবস্থান নিচ্ছেন। 

তবে বৃহস্পতিবার ময়দানে লাখো মুসল্লি থাকায় একদিন আগেই যোহরের নামাজ শেষে আঞ্চলিক বয়ানের মধ্য দিয়ে ইজতেমার অনানুষ্ঠানিকভাবে শুরু করেন পাকিস্তানের মাওলানা হারুন। বাদ আসর বয়ান করেন ওয়াসিফুল ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার। 

সা’দপন্থী ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, আগামীকাল শুক্রবার সকাল ১০টার দিকে তালিম করবেন ভারতের মাওলানা ইলিয়াস। বাদ জুমা বয়ান করবেন আরবের শেখ মোফল। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। বাদ আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম। 

দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন (শনিবার) ফজরের নামাজ শেষে বয়ান করবেন মাওলানা সাঈদ বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করবেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে দশটার দিকে তালিমে হালকায় বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। যোহরের নামাজের পর বয়ান করবেন মাওলানা শরিফ। তার বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ। বাদ আসর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান। তার বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন। মাগরিবের নামাজ শেষে বয়ান করবেন ভারতের মুফতি ইয়াকুব। তার বয়ান বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ। 

তৃতীয় দিন (রোববার) ফজরের নামাজের পর বয়ান করবেন ভারতের মুফতি মাকসুদ। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। সকাল সাড়ে ৯টার দিকে হেদায়েতি বয়ান শেষে ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন। 

মোহাম্মদ সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘এবার আমরা একদিন পর ইজতেমা ময়দান বুঝে পেয়েছি। মঙ্গলবার বিকেল থেকেই ময়দানে মুসল্লিরা আসতে শুরু করেছেন। তারা নিজেদের খিত্তায় অবস্থান নিয়েছেন। এবার বিভিন্ন দেশের প্রায় ১২ হাজার বিদেশি মুসল্লি ময়দানে আসবেন বলে ধারণ করা হচ্ছে।’ 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ছবি: আজকের পত্রিকামাওলানা সা’দের আগমনে নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, ‘বুধবার সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশের নেতা-কর্মীরা ঢাকা ও ইজতেমা ময়দানের পাশে সংবাদ সম্মেলন করেছে। তাঁরা সরকারের কাছে দাবি জানিয়েছে, মাওলানা সাদকে ভিসা দেবার জন্য। আমরা আশা করছি সরকার এ বিষয়টি সমাধান করবেন।’ 

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘ময়দান বুঝে নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজন করেছেন মাওলানা সা’দ অনুসারীরা। আমাদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে। মাওলানা’

আগমন প্রসঙ্গে তিনি বলেন, ‘মাওলানা সা’দের আসার বিষয়টি সরকারের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার কথা। এ বিষয়ে ময়দানে কোনো প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না করতে তাদের (সা’দপন্থী) প্রতি আহ্বান জানানো হয়েছে।’ 

ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) করা অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘প্রথম পর্বের মতো এ পর্বেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য ময়দান ও তার আশপাশে এলাকায় নিয়োজিত রয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় তারা কাজ করবে। তা ছাড়া পুলিশের ট্রাফিক বিভাগ সড়কে যানজটের নিরসনে কাজ করছে।’ 

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় পর্বে ইজতেমায় অংশ নিতে ৩৬টি দেশের প্রায় দুই হাজার বিদেশি মেহমান ময়দানে অবস্থান করছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা সমাপ্তি ঘটবে বলে আশা করছি।’ 

আখেরি মোনাজাতের মাধ্যমে দিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে হবে ১১ ফেব্রুয়ারি। আর এরই মধ্যে ৫৭ তম বিশ্ব ইজতেমার দুই ধাপের সমাপ্তি ঘটবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত