Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইভ্যালির রাসেলের জামিন  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৯: ০৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইভ্যালির রাসেলের জামিন  

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ জামিন মঞ্জুর করেন। জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। 

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন বাড্ডা থানায় মামলাটি করেন। মামলায় বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইভ্যালি থেকে পণ্য কেনার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৮ লাখ টাকা পাঠান অভিযোগকারী। ৪৫ দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা। তবে সাত মাস পেরিয়ে গেলেও তিনি পণ্য পাননি। আসামিরা কম দামে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে দেশের অসংখ্য মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। 

তদন্ত শেষে গত বছর রাসেল ও শামীমার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। চলতি বছরের ২ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ মামলায় অভিযোগ গঠন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত