জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরেক শিক্ষার্থী ইংরেজি বিভাগের ১২ তম আবর্তনের ছাত্রী অংকন বিশ্বাসের মৃত্যুর বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও উপাচার্যের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে বিভাগের ও আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে ও ইংরেজি বিভাগে এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে একটি অভিযোগপত্রসহ সব স্বাক্ষর জমা দেয়।
অভিযোগপত্রে বলা হয়, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিয়মিত ও প্রাক্তন শিক্ষার্থী। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে,২০২২ সালের ৯ মে ইংরেজি বিভাগের উজ্জ্বল ও মেধাবী শিক্ষার্থী অংকন বিশ্বাসের এক রহস্যজনক মৃত্যু ঘটে, যার তদন্ত আজও হয়নি। কৃতি ছাত্রী অংকন বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই আইন বিভাগের ছাত্র শাকিল আহমেদের দ্বারা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিল।’
এতে আরও বলা হয়, ‘অবশেষে শাকিল আহমেদের নিজ গৃহে অবস্থানকালে অংকন ভয়াবহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। টানা ১৫ দিন লাইফ সাপোর্টে অসহ্য যন্ত্রণা সহ্য করে অংকন মৃত্যুবরণ করে। এ ঘটনায় আমরা সাধারণ শিক্ষার্থী এবং অংকনের সহপাঠীরা চেষ্টা চালিয়েছি অংকনের প্রশ্নবিদ্ধ এ মৃত্যুর রহস্য জানার। এ যাত্রায় ইংরেজি বিভাগও আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অংকনের পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি বিধায় আজও অংকন ন্যায় বিচার পায়নি।’
অভিযোগপত্রে বলা হয়, ‘এ বিদ্যাপীঠের দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রতিটি অরাজকতার বিরুদ্ধে আপনার বলিষ্ঠ পদক্ষেপ অংকন বিশ্বাসের অপমৃত্যুর তদন্ত নিয়ে আমাদের ভেতর আশার সঞ্চার ঘটিয়েছে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওয়ায় নিয়ে আসার প্রতিশ্রুতি, এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিক্ষার্থী মীমের সাথে ঘটে যাওয়া সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপনার অবিচল। মনোভাব আমাদের কাছে আশা জাগানিয়া।’
বিচার চেয়ে অভিযোগপত্রে বলা হয়, ‘আমরা সাধারণ শিক্ষার্থী এবং অংকনের সহপাঠীরা চাই অংকনের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক এবং অংকনের সাথে ঘটা অন্যায়ে জড়িতরা যথাযথ বিচার পাক। আমরা মনে করি একজন শিক্ষার্থীর অপমৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের মতো একটি মহান প্রতিষ্ঠান চুপ থাকতে পারে না। আমরা ৪ দশক পরও যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও রায় কার্যকর হতে দেখেছি। তাই অংকনেরও ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করে আপনি ও আপনার নেতৃত্বাধীন প্রশাসন একটি অনন্য নজির স্থাপন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাই আপনার কাছে আমরা সেই দাবি নিয়ে হাজির হয়েছি। আমাদের বিশ্বাস আপনার হাত ধরে এবার অংকন বিশ্বাস ন্যায়বিচার পাবে।’
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, ‘আমরা প্রায় ৪০০ শিক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করেছি। অনলাইনেও এ ক্যাম্পেইন চালিয়েছি। আমরা চাই অংকনের মৃত্যুর সুষ্ঠু একটা তদন্ত হোক।’
ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের লিজা কবির সুইটি বলেন, ‘অংকন যে আত্মহত্যা করেছে এটার কোনো প্রমাণ নেই। আমরা উপাচার্যের কাছে একটা অভিযোগপত্র জমা দিয়েছি, আমরা চাই এ মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন হোক। আমাদের বিভাগের একজন শিক্ষক বলেছেন, আমি মারা যাওয়ার আগে জানতে চাই, আমার ছাত্রীর সাথে আসলে কী হলো। তাই আমাদের এটাই অনুরোধ, আমাদের বান্ধবীর সঙ্গে কী হয়েছে সেটা জানা।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরেক শিক্ষার্থী ইংরেজি বিভাগের ১২ তম আবর্তনের ছাত্রী অংকন বিশ্বাসের মৃত্যুর বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ও উপাচার্যের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে বিভাগের ও আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে ও ইংরেজি বিভাগে এ গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে একটি অভিযোগপত্রসহ সব স্বাক্ষর জমা দেয়।
অভিযোগপত্রে বলা হয়, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিয়মিত ও প্রাক্তন শিক্ষার্থী। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে,২০২২ সালের ৯ মে ইংরেজি বিভাগের উজ্জ্বল ও মেধাবী শিক্ষার্থী অংকন বিশ্বাসের এক রহস্যজনক মৃত্যু ঘটে, যার তদন্ত আজও হয়নি। কৃতি ছাত্রী অংকন বিশ্বাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই আইন বিভাগের ছাত্র শাকিল আহমেদের দ্বারা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিল।’
এতে আরও বলা হয়, ‘অবশেষে শাকিল আহমেদের নিজ গৃহে অবস্থানকালে অংকন ভয়াবহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। টানা ১৫ দিন লাইফ সাপোর্টে অসহ্য যন্ত্রণা সহ্য করে অংকন মৃত্যুবরণ করে। এ ঘটনায় আমরা সাধারণ শিক্ষার্থী এবং অংকনের সহপাঠীরা চেষ্টা চালিয়েছি অংকনের প্রশ্নবিদ্ধ এ মৃত্যুর রহস্য জানার। এ যাত্রায় ইংরেজি বিভাগও আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অংকনের পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের সহায়তা করেনি বিধায় আজও অংকন ন্যায় বিচার পায়নি।’
অভিযোগপত্রে বলা হয়, ‘এ বিদ্যাপীঠের দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রতিটি অরাজকতার বিরুদ্ধে আপনার বলিষ্ঠ পদক্ষেপ অংকন বিশ্বাসের অপমৃত্যুর তদন্ত নিয়ে আমাদের ভেতর আশার সঞ্চার ঘটিয়েছে। সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওয়ায় নিয়ে আসার প্রতিশ্রুতি, এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিক্ষার্থী মীমের সাথে ঘটে যাওয়া সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপনার অবিচল। মনোভাব আমাদের কাছে আশা জাগানিয়া।’
বিচার চেয়ে অভিযোগপত্রে বলা হয়, ‘আমরা সাধারণ শিক্ষার্থী এবং অংকনের সহপাঠীরা চাই অংকনের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক এবং অংকনের সাথে ঘটা অন্যায়ে জড়িতরা যথাযথ বিচার পাক। আমরা মনে করি একজন শিক্ষার্থীর অপমৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের মতো একটি মহান প্রতিষ্ঠান চুপ থাকতে পারে না। আমরা ৪ দশক পরও যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও রায় কার্যকর হতে দেখেছি। তাই অংকনেরও ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করে আপনি ও আপনার নেতৃত্বাধীন প্রশাসন একটি অনন্য নজির স্থাপন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাই আপনার কাছে আমরা সেই দাবি নিয়ে হাজির হয়েছি। আমাদের বিশ্বাস আপনার হাত ধরে এবার অংকন বিশ্বাস ন্যায়বিচার পাবে।’
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, ‘আমরা প্রায় ৪০০ শিক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করেছি। অনলাইনেও এ ক্যাম্পেইন চালিয়েছি। আমরা চাই অংকনের মৃত্যুর সুষ্ঠু একটা তদন্ত হোক।’
ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের লিজা কবির সুইটি বলেন, ‘অংকন যে আত্মহত্যা করেছে এটার কোনো প্রমাণ নেই। আমরা উপাচার্যের কাছে একটা অভিযোগপত্র জমা দিয়েছি, আমরা চাই এ মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন হোক। আমাদের বিভাগের একজন শিক্ষক বলেছেন, আমি মারা যাওয়ার আগে জানতে চাই, আমার ছাত্রীর সাথে আসলে কী হলো। তাই আমাদের এটাই অনুরোধ, আমাদের বান্ধবীর সঙ্গে কী হয়েছে সেটা জানা।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে