Ajker Patrika

খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১৪: ২৪
খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ইলিয়াস আহমেদ কিরণ (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. ইব্রাহিম খলিল জানান, সকাল সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলক্রসিংয়ের একটু দূরে কমলাপুরগামী মালবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ইলিয়াস। এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাথায়ও আঘাত পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান খলিল।

ইলিয়াসের স্ত্রী নাসরিন আক্তার ডলি জানান, তাঁর বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে। তাঁর বাবা মৃত গোলাম মোস্তফা। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি সবুজবাগের বাসাবো এলাকায় ভাড়া থাকেন। সাইনবোর্ডে ব্যবসা করতেন তিনি। তবে দুই বছর ধরে ছিলেন বেকার। বেকারত্বের কারণে এত বড় সংসার চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সকাল ৯টার দিকে তিনি বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পরেই তাঁর দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ইলিয়াস আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত