দোহার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলায় ডাকাতদের গুলি ও এলোপাতাড়ি কোপে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা প্রতিবেশীর বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে তাদের ধরতে গিয়ে হামলার শিকার হন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেবীনগর নদীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহতর ব্যক্তিরা হলেন মো. হোসেন আলী (৪০) ও মো. মাসুদ (১৭)। তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রোগীদের ঢাকায় নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। পরে হোসেন ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মাসুদের বড় ভাই জাকির আলী বলেন, ‘রাতে আমাদের বাসা থেকে দুই-তিন বাড়ি পরেই ডাকাতির ঘটনা ঘটে। চিৎকার শুনে আমরা ১০-১২ জন ওই বাড়ির দিকে এগিয়ে যাই। তখন ডাকাতেরা আমার ভাই মাসুদ ও প্রতিবেশী হোসেন আলীকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মাসুদের শরীরে গুলি লেগেছে এবং হোসেন আলীর শরীরেও গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় দোহার থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ঢাকার দোহার উপজেলায় ডাকাতদের গুলি ও এলোপাতাড়ি কোপে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা প্রতিবেশীর বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে তাদের ধরতে গিয়ে হামলার শিকার হন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেবীনগর নদীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
আহতর ব্যক্তিরা হলেন মো. হোসেন আলী (৪০) ও মো. মাসুদ (১৭)। তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ৪টার দিকে দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রোগীদের ঢাকায় নিয়ে যেতে বলেন চিকিৎসকেরা। পরে হোসেন ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মাসুদের বড় ভাই জাকির আলী বলেন, ‘রাতে আমাদের বাসা থেকে দুই-তিন বাড়ি পরেই ডাকাতির ঘটনা ঘটে। চিৎকার শুনে আমরা ১০-১২ জন ওই বাড়ির দিকে এগিয়ে যাই। তখন ডাকাতেরা আমার ভাই মাসুদ ও প্রতিবেশী হোসেন আলীকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মাসুদের শরীরে গুলি লেগেছে এবং হোসেন আলীর শরীরেও গুলির চিহ্নসহ ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দোহার থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় দোহার থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
সাউদার্ন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’’ নামে কোনো বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না, এখনো নেই। কেউ এই নামে সনদ ব্যবহার করলে তা নিশ্চিতভাবে জাল।’
৭ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়ে
১৫ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে যুবক সুজন বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।
১৭ মিনিট আগেভোটাররা হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। বুথের ভেতরে কোনো মোবাইল, ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। গণমাধ্যমকর্মীরা রিটার্নিং অফিসারের অনুমতিতে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে বুথে ঢোকা বা লাইভ সম্প্রচার করা যাবে না।
২০ মিনিট আগে