Ajker Patrika

শিক্ষার্থী নাদিম হত্যা মামলায় তাঁতী লীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ২০: ৫৬
শিক্ষার্থী নাদিম হত্যা মামলায় তাঁতী লীগ নেতা কারাগারে

রাজধানীর সূত্রাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় থানা তাঁতী লীগের সভাপতি মো. আবু সাঈদকে (৫৯) কারাগারে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী এই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে তাঁকে আদালতে হাজির করে সূত্রাপুর থানা-পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আবু সাঈদকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

শিক্ষার্থী নাদিমুল হাসান এলেমের মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। 

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিলেন। এ সময় শেখ বোরহানউদ্দিন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাঁ চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত নাদিমুল হাসান এলেমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, মিছিলরত ছাত্র-জনতার ওপর আক্রমণ করেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এতেই প্রাণ হারান নাদিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত