Ajker Patrika

হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদরের একটি হাসপাতালে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় শেখ মো. শাকিল (২৫) নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলার গজারিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমুশুরা এলাকার বাসিন্দা শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁরা পরিবারসহ মুন্সিগঞ্জ পৌরসভার দুধবাজার সংলগ্ন খালইষ্ট এলাকায় বসবাস করেন।

ভুক্তভোগী কিশোরীর ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি হাসপাতালে ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা শাকিলকে আসামি করে গত বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেন।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ হয়ে গজারিয়া উপজেলার ভবেরচর দিয়ে পালানোর চেষ্টা করছিলেন শাকিল। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে থানা হাজতে আছেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত