Ajker Patrika

ঝিনাইদহ-১: গেজেট নিয়ে হাইকোর্টের আদেশ ১৩ মে পর্যন্ত স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ফলাফলের গেজেট স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। আব্দুল হাইয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ ১৩ মে পর্যন্ত স্থগিত করেছেন। সেই সঙ্গে ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠানো হয়েছে। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। এই আদেশের ফলে আব্দুল হাই এমপি হিসেবে দায়িত্ব পালন করতে বাধা নেই।   

এর আগে ওই আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের করা নির্বাচনী আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী মো. আব্দুল হাই। 

নজরুল ইসলাম দুলালের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মজিবুর রহমান। নজরুল ইসলাম দুলাল বিশ্বাস ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আর আব্দুল হাই জেলা আওয়ামী লীগের সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত