Ajker Patrika

শ্লীলতাহানির মামলায় কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্লীলতাহানির মামলায় কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন 

এক নারীর শ্লীলতাহানির মামলায় রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন। 

শুনানিতে চিত্তরঞ্জন দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহাদাত হোসেন ভূঁইয়া। বাদী পক্ষের আইনজীবী মিনু রানী রায় জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে জামিন দেন। 

গত ১৪ অক্টোবর জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। এর আগে গত ১৩ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চিত্তরঞ্জন দাসকে জামিন দেন আদালত। আর গত ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির অভিযোগে এক নারী সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

মামলায় অভিযোগ করা হয়, সবুজবাগে ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে। তার পাশের চা দোকানদার নিজের দোকান সংস্কার করতে চাইলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস গরিব চা দোকানদারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেন। চাঁদার ব্যাপারে সত্যতা যাচাইয়ের জন্য ওই নারী রাত পৌনে ৮টার দিকে চিত্তরঞ্জন দাসকে মোবাইলে ফোন দেন। চিত্তরঞ্জন দাস তাঁকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তাঁর রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন। রাত পৌনে ১০টার দিকে ওই নারী স্বামীসহ সেখানে যান। চাঁদার বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস দু-চারটি কথা বলে তাঁকে পাশের কক্ষে বসতে বলেন। এর একটু পর চিত্তরঞ্জন দাস ওই কক্ষে এসে দরজা বন্ধ করে দেন। ওই নারীকে বসা থেকে উঠে দাঁড়ানোর জন্য বলেন। ওই নারী উঠে দাঁড়ালে চিত্তরঞ্জন দাস তাঁকে জড়িয়ে ধরেন এবং তাঁর স্পর্শকাতর স্থানে হাত দেন। নানা রকম অঙ্গভঙ্গি করে তাঁকে কু-প্রস্তাব দেন। মান-সম্মানের ভয়ে ওই নারী কোনো চিৎকার করেননি বলে এজাহারে উল্লেখ করেন। 

চিত্তরঞ্জন দাস ওই নারীকে পরদিন আবার সেখানে যাওয়ার প্রস্তাব দেন। ওই নারী কোনো রকমে নিজেকে রক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। বাদী একজন গণমাধ্যমকর্মী বলে এজাহারে উল্লেখ করেন। 

এর আগে গত ১০ সেপ্টেম্বর চিত্তরঞ্জনের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চিত্তরঞ্জন দাস এ অনৈতিক ও আপত্তিকর ভিডিও প্রসঙ্গে গণমাধ্যমকে জানান, ‘একটি নাটকের জন্য দৃশ্যটি ধারণ করা হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত