Ajker Patrika

রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৩: ০৬
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর আনুমানিক বয়স ৬৫ বছর। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ওপরে দুর্ঘটনাটি হয়। আহত অবস্থায় ওই ব্যক্তিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসা শাহাজালাল লিখন বলেন, ‘রাতে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এ সময় ওই ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আরও কয়েকজন মিলে তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।’

তিনি আরও জানান, ওই ব্যক্তির কোনো পরিচয় জানতে পারিনি। কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা-ও জানা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত