Ajker Patrika

রাজধানীতে পানির ট্যাংকি থেকে ছাদে পরে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে পানির ট্যাংকি থেকে ছাদে পরে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর সবুজবাগ পূর্ব বাসাবো একটি বাসার পানির ট্যাংকি থেকে চার তলার ছাদে পড়ে হাবিবুর রহমান (৫৭) নামের এক ব্যবসায়ী মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত হাবিবুর রহমানের ছেলে সাঈফ আল মোহায়মিন জানান, তাঁরা পূর্ব বাসাবো কদমতলা ৬৪ /বি নিজের চারতলা বাড়ির ২য় তলায় থাকেন। গতকাল রাতে বাসার এক ভাড়াটিয়ার পানির সমস্যা হচ্ছিল। তার বাবা চার তলার ছাদের উপড়ে মই দিয়ে পানির ট্যাংকি চেক করতে যায়। সেখান থেকে চারতলার ছাদে পরে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গত রাতে নিজ বাসার চারতলার ছাদে পানির ট্যাংকির মই থেকে ছাদে পড়ে আহত হয়। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত