উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন করা হবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরখান থানায় ‘ওপেন হাউস ডে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিদুল ইসলাম বলেন, ‘আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যেকোনো মূল্যে এটি দমন করব। আমার মনে হয়, কিশোর গ্যাংয়ের উৎপাত আগের চেয়ে কমেছে।’
এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সব ধরনের অপরাধ দমন করতে পারব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।’
মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ থানা এলাকায় মাদকের ছড়াছড়ি। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে ধরছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকের ইস্যুতে কোনো ধরনের তদবির চলবে না। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন। প্রয়োজনে আমরা আপনাদের পরিচয় গোপন রাখব।’
এ সময় পুলিশকে সতর্ক করে দিয়ে মহিদুল বলেন, ‘পুলিশের কেউ যদি কোথাও অপরাধ করে, টাকা আদায় করে, সঙ্গে সঙ্গে আমাদের জানানো হলে আমি দ্রুত ব্যবস্থা নেব।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম।
রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি বলেছেন, যেকোনো মূল্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন করা হবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উত্তরখান থানায় ‘ওপেন হাউস ডে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিদুল ইসলাম বলেন, ‘আমি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। যেকোনো মূল্যে এটি দমন করব। আমার মনে হয়, কিশোর গ্যাংয়ের উৎপাত আগের চেয়ে কমেছে।’
এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আপনারা সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে আমরা সব ধরনের অপরাধ দমন করতে পারব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।’
মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ থানা এলাকায় মাদকের ছড়াছড়ি। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে ধরছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই মিলে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকের ইস্যুতে কোনো ধরনের তদবির চলবে না। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাবেন। প্রয়োজনে আমরা আপনাদের পরিচয় গোপন রাখব।’
এ সময় পুলিশকে সতর্ক করে দিয়ে মহিদুল বলেন, ‘পুলিশের কেউ যদি কোথাও অপরাধ করে, টাকা আদায় করে, সঙ্গে সঙ্গে আমাদের জানানো হলে আমি দ্রুত ব্যবস্থা নেব।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
২৮ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
৩০ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
৩৭ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
১ ঘণ্টা আগে