ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গেছেন তিনি।
মৃত শাওনের (২০) বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। তাঁর বাবার নাম হারেস মিয়া।
শাওনের ভাই মো. শাহিন জানান, বর্তমানে তাঁরা কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাস করেন। শাওন ওই এলাকায় একটি পাঞ্জাবি কারখানায় কাজ করত।
মো. শাহিন বলেন, ‘রাতে বাড়িতে ছিল না শাওন। সকালে জানতে পারি, বড়গ্রাম এলাকায় একটি চারতলা বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে কীভাবে ছাদ থেকে পড়ে গেছে, তা আমরা জানি না।’
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, ‘শাওন ও তার বন্ধু রানা রাতে ওই বাসার চারতলায় ইয়াবা সেবন করছিল। ভোরে রানা চলে গেলেও শাওন যেতে পারেনি। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।’
মাহবুব আলম আরও জানান, শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গেছেন তিনি।
মৃত শাওনের (২০) বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। তাঁর বাবার নাম হারেস মিয়া।
শাওনের ভাই মো. শাহিন জানান, বর্তমানে তাঁরা কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাস করেন। শাওন ওই এলাকায় একটি পাঞ্জাবি কারখানায় কাজ করত।
মো. শাহিন বলেন, ‘রাতে বাড়িতে ছিল না শাওন। সকালে জানতে পারি, বড়গ্রাম এলাকায় একটি চারতলা বাসার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে কীভাবে ছাদ থেকে পড়ে গেছে, তা আমরা জানি না।’
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, ‘শাওন ও তার বন্ধু রানা রাতে ওই বাসার চারতলায় ইয়াবা সেবন করছিল। ভোরে রানা চলে গেলেও শাওন যেতে পারেনি। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।’
মাহবুব আলম আরও জানান, শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর—চট্ট মেট্রো জ ১১-১১০৯।
৯ মিনিট আগেরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বেরোবির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে শাড়ি-চুড়ি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
১৯ মিনিট আগেরাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক আটকিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা করায় ক্ষোভ ঝেড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও সমাবেশে দুঃখ প্রকাশ করেন দলের নেতারা। আজ রোববার রাঙামাটি শহরে বনরূপা সড়কে এই দৃশ্য দেখা যায়।
২৯ মিনিট আগেআক্তার হোসেন বলেন, দুদকের করা মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। যথাযথ প্রমাণ থাকায় এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। শিগগির আদালতে চার্জশিট দাখিল করা হবে।
৩২ মিনিট আগে