Ajker Patrika

আবারও বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান, মহাসচিব নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান, মহাসচিব নজরুল ইসলাম

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিষদ নির্বাচনে হাবিবুর রহমান সিরাজ চেয়ারম্যান এবং নজরুল ইসলাম খান মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সংস্থাটির সম্মেলন, সাধারণ সভা ও নির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মজিবুর রহমান ভূঞা, শিরীন আখতার, আনোয়ার হোসাইন, আমিরুল হক আমিন এবং আলাউদ্দিন মিয়া।

এছাড়া যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. ওয়াজেদুল ইসলাম খান, খান সিরাজুল ইসলাম এবং সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। সম্পাদক নির্বাচিত হয়েছেন কবির হোসেন, আব্দুল কাদের হাওলাদার, নুরুল ইসলাম খান নাসিম, শফর আলী, আবুল কালাম আজাদ, সাকিল আখতার চৌধুরী, সামসুন্নাহার ভূঁইয়া এবং শামীম আরা।

নির্বাচিতরা আগামী তিন বছর বিলসের নেতৃত্বে থাকবেন।

এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিভিন্ন দল ও মতের অংশগ্রহণে এবং নেতৃত্বে বিলস পরিচালিত হচ্ছে। এটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলনের একটি উজ্জ্বল উদাহরণ। এখান থেকে জাতীয় পর্যায়ে শিক্ষণীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এভাবে কাজ করতে পারলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।’

স্বাগত বক্তব্যে বিলস মহাসচিব ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিলস কোনো ট্রেড ইউনিয়ন নয়, এটি ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সহযোগিতা করে থাকে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উন্নয়নের অংশীদার হিসেবে ট্রেড ইউনিয়নের ভূমিকাকে সমুন্নত রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকে বিলস তার সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। শিক্ষা-প্রশিক্ষণ, তথ্য প্রবাহ, প্রচার ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিলস এ ভূমিকা পালন করছে।’

বিলস চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামযুথান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব সাইদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রতিনিধি মেসবাহউদ্দীন আহমেদ, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত