Ajker Patrika

আত্মগোপনে থাকার ৯ বছর পর অজ্ঞান পার্টির সরদার ‘শসা মনির’ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আত্মগোপনে থাকার ৯ বছর পর অজ্ঞান পার্টির সরদার ‘শসা মনির’ গ্রেপ্তার

আত্মগোপনে থাকার নয় বছর পর অজ্ঞান পার্টির সরদার মো. মনির ওরফে মোনারুল ওরফে শসা মনিরকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১। রোববার সন্ধ্যায় তাঁকে রাজধানীর উত্তরার ডিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ সোমবার এ তথ্য জানিয়েছেন।

এএসপি নোমান আহমদ বলেন, ‘তুরাগের ডিয়াবাড়ির মেট্রোরেল স্টেশন-১ থেকে রোববার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞান পার্টির সরদারকে মনির ওরফে শসা মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ও একটি হাতঘড়ি জব্দ করা হয়েছে। মনির গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কালাম ও মোর্শেদা বেগম দম্পতির ছেলে।’ 

এএসপি নোমান আহমদ আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টির সরদার গোবিন্দগঞ্জ থানার ২৯ / ১৩ ও জিএআর ১৫৬ / ১৩ মামলা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান, ছিনতাই মামলা রয়েছে বলে জানা গেছে।’ 

মনিরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান আহমেদ বলেন, ‘মনির অজ্ঞান পার্টির সর্দার। তাঁর বাহিনী দীর্ঘদিন যাবৎ শসা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সঙ্গে চেতনানাশক মেডিসিন প্রয়োগ করে বাসসহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টের যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। মনির অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শসা মনির নামের পরিচিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত