Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৯: ৩২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এদিকে আঞ্চলিক বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গাড়ি কম থাকায় অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে । 

আজ শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গিয়ে এমনই চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস না থাকায় টিকিট কাউন্টারগুলোতে এখন সুনসান অবস্থা বিরাজ করছে।

এ ছাড়া অন্যান্য দিনের থেকে সাপ্তাহের শনিবারে কাউন্টারগুলোতে তুলনামূলক যাত্রীদের চাপ থাকে। আজও যাত্রীদের দেখা গেলেও কাউন্টারগুলো সব বন্ধ রয়েছে।

সীমা আক্তার নামে এক নারী বলেন, ‘আমি আমার বাবার বাড়ি কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে চিটাগং রোড বাস কাউন্টারে এসেছি। কিন্তু এসে দেখি সব বাস কাউন্টার বন্ধ রয়েছে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করে দূরপাল্লার কোনো বাস না পেলে বাসায় চলে যাব।’

শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, ‘গ্রামের বাড়িতে আমার জরুরি কাজ রয়েছে, তাই আজ গ্রামের বাড়ি চাঁদপুরে যাওয়ার জন্য সকালে বের হয়েছি। প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকে এখনো কোনো দূরপাল্লার  গাড়ি পাচ্ছি না।  এখন কীভাবে যে গ্রামে যাই, তার বিকল্প খুঁজে পাচ্ছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট বিক্রেতা বলেন, ‘সকাল থেকেই দূরপাল্লার টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ, তা আমি বলতে পারি না। বাস না থাকায় আমরা টিকিট বিক্রি করতে পারছি না। আমাদের আজকে সম্পূর্ণ আয় বন্ধ হয়ে গেল।  কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনো বলতে পারছি না।’

শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দীন জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় হয়তো যানবাহন কম রয়েছে। তবে কী কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তা আমার জানা নেই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে। তবে কী কারণে আজ সড়কে দূরপাল্লার যানবাহন নেই, তা আমার জানা নেই। সাধারণ মানুষের নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত