Ajker Patrika

শিক্ষামন্ত্রী দীপু মনি আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষামন্ত্রী দীপু মনি আইসোলেশনে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর করোনাভাইরাস পজিটিভ ফল আসার পর সেলফ আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

আজ রোববার দুপুরে বিষয়টি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের। 

জানা গেছে, দীপু মনির স্বামী ড. তৌফিক নেওয়াজের শরীরে কোভিডের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করাতে দেন। গতকাল শনিবার রাতে করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর থেকেই শিক্ষামন্ত্রী আইসোলেশনে আছেন। 

এমএ খায়ের জানান, শিক্ষামন্ত্রীর স্বামীর কোভিড উপসর্গ ছিল। টেস্ট করানোর পর শনিবার রাতে করোনা শনাক্ত হয়। তিনি এখন নার্সদের তত্ত্বাবধানে আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন। 

এদিকে আগামীকাল সোমবার দুপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির। আইসোলেশনে থাকায় সশরীরে অংশ না নিয়ে সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বলে জানিয়েছেন এমএ খায়ের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত