নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দর্শনার্থীদের আনাগোনায় জমে উঠছে পর্যটন মেলা। আজ শুক্রবার মেলার শেষ দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথম দুই দিনের তুলনায় মানুষের চাপ বেড়েছে। আয়োজকেরা বলছেন, ‘করোনার পর দেশের সবচেয়ে বড় এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত পর্যটন মেলায় দুটি হলে রয়েছে ৮টি প্যাভেলিয়নসহ মোট ৮০টি স্টল। বুধবার (৩০ মার্চ) শুরু হওয়া এই মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।
মেলায় বাংলাদেশ টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম আহমেদ বলেন, ‘প্রথম দুই দিনের তুলনায় আজ মেলা জমে উঠেছে। পর্যটন ব্যবসায়ীদের ট্যুর প্যাকেজও ভালো বিক্রি হচ্ছে।’
পর্যটন মেলায় স্টল দিয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। কথা হয় স্টলে দায়িত্বে থাকা সাজিয়া আফরিন তানিয়ার সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মূলত ইউএস-বাংলা এয়ারলাইনসের সেবাসমূহ মেলার দর্শনার্থীদের কাছে উপস্থাপন করছি। এ ছাড়া মালদ্বীপের বেশ কিছু ট্যুর প্যাকেজ বিক্রি করেছি।’
মালদ্বীপের ট্যুর প্যাকেজ নিয়ে মালদ্বীপ থেকে মেলায় অংশ নিয়েছে ট্রাভেল এজেন্সি সানসাইড মালদ্বীপ। এজেন্সিটির দায়িত্বে থাকা সাকিবা জানান, টোয়াব আয়োজিত পর্যটন মেলায় তারা তৃতীয়বারের মতো অংশ নিয়েছেন। মেলায় মালদ্বীপ ভ্রমণে হোটেল ভাড়ায় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন এজেন্সিটি।
সারা দেশে হোটেল বুকিং দেওয়ার সুবিধা নিয়ে মেলায় স্টল দিয়েছে আইরমস বিডি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস বলেন, ‘সারা দেশের জেলা ও উপজেলায় চাইলে আমাদের মাধ্যমে যে কেউ হোটেল বুকিং দিতে পারবে। মেলা উপলক্ষে বুকিংয়ে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে।’
ওমরা হজের প্যাকেজ নিয়ে মেলায় অংশ নিয়েছে এয়ার স্পিড (প্রা.) লিমিটেড। তারা দর্শনার্থীদের কাছে হজের বিভিন্ন প্যাকেজ উপস্থাপন করছেন।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী আতাউর রহমান জানান, তাঁর পরিবার সমেত ভারতের দার্জিলিং ভ্রমণের ইচ্ছে আছে। এর জন্য খবর নিতে মেলায় এসেছেন। ভারতের একটি ট্যুর এজেন্সির যোগাযোগ নম্বরও সংগ্রহ করেছেন।
পর্যটন মেলার পরিচালক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টোয়াব আয়োজিত দশম পর্যটন মেলা আজকেই শেষ হচ্ছে। করোনার পর বাংলাদেশ বড় পরিসরে পর্যটন মেলা আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে দেশের পর্যটকেরা এখন দেশে-বিদেশে ভ্রমণে আগ্রহী হয়ে উঠবে। মেলা পরবর্তী সময়ে করোনায় ভেঙে পড়া পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।’
টোয়াবের তথ্য বলছে, তিন দিনের বাৎসরিক এই আন্তর্জাতিক পর্যটন মেলা টোয়াব ২০০৭ সাল থেকে আয়োজন করে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার উদ্দেশ্য।
দর্শনার্থীদের আনাগোনায় জমে উঠছে পর্যটন মেলা। আজ শুক্রবার মেলার শেষ দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথম দুই দিনের তুলনায় মানুষের চাপ বেড়েছে। আয়োজকেরা বলছেন, ‘করোনার পর দেশের সবচেয়ে বড় এই পর্যটন মেলা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি দেশের পর্যটন খাতের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত পর্যটন মেলায় দুটি হলে রয়েছে ৮টি প্যাভেলিয়নসহ মোট ৮০টি স্টল। বুধবার (৩০ মার্চ) শুরু হওয়া এই মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।
মেলায় বাংলাদেশ টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম আহমেদ বলেন, ‘প্রথম দুই দিনের তুলনায় আজ মেলা জমে উঠেছে। পর্যটন ব্যবসায়ীদের ট্যুর প্যাকেজও ভালো বিক্রি হচ্ছে।’
পর্যটন মেলায় স্টল দিয়েছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। কথা হয় স্টলে দায়িত্বে থাকা সাজিয়া আফরিন তানিয়ার সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মূলত ইউএস-বাংলা এয়ারলাইনসের সেবাসমূহ মেলার দর্শনার্থীদের কাছে উপস্থাপন করছি। এ ছাড়া মালদ্বীপের বেশ কিছু ট্যুর প্যাকেজ বিক্রি করেছি।’
মালদ্বীপের ট্যুর প্যাকেজ নিয়ে মালদ্বীপ থেকে মেলায় অংশ নিয়েছে ট্রাভেল এজেন্সি সানসাইড মালদ্বীপ। এজেন্সিটির দায়িত্বে থাকা সাকিবা জানান, টোয়াব আয়োজিত পর্যটন মেলায় তারা তৃতীয়বারের মতো অংশ নিয়েছেন। মেলায় মালদ্বীপ ভ্রমণে হোটেল ভাড়ায় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন এজেন্সিটি।
সারা দেশে হোটেল বুকিং দেওয়ার সুবিধা নিয়ে মেলায় স্টল দিয়েছে আইরমস বিডি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস বলেন, ‘সারা দেশের জেলা ও উপজেলায় চাইলে আমাদের মাধ্যমে যে কেউ হোটেল বুকিং দিতে পারবে। মেলা উপলক্ষে বুকিংয়ে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে।’
ওমরা হজের প্যাকেজ নিয়ে মেলায় অংশ নিয়েছে এয়ার স্পিড (প্রা.) লিমিটেড। তারা দর্শনার্থীদের কাছে হজের বিভিন্ন প্যাকেজ উপস্থাপন করছেন।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী আতাউর রহমান জানান, তাঁর পরিবার সমেত ভারতের দার্জিলিং ভ্রমণের ইচ্ছে আছে। এর জন্য খবর নিতে মেলায় এসেছেন। ভারতের একটি ট্যুর এজেন্সির যোগাযোগ নম্বরও সংগ্রহ করেছেন।
পর্যটন মেলার পরিচালক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টোয়াব আয়োজিত দশম পর্যটন মেলা আজকেই শেষ হচ্ছে। করোনার পর বাংলাদেশ বড় পরিসরে পর্যটন মেলা আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে দেশের পর্যটকেরা এখন দেশে-বিদেশে ভ্রমণে আগ্রহী হয়ে উঠবে। মেলা পরবর্তী সময়ে করোনায় ভেঙে পড়া পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।’
টোয়াবের তথ্য বলছে, তিন দিনের বাৎসরিক এই আন্তর্জাতিক পর্যটন মেলা টোয়াব ২০০৭ সাল থেকে আয়োজন করে আসছে। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার উদ্দেশ্য।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৪ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৪ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৪ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৪ ঘণ্টা আগে