Ajker Patrika

কেন্দ্রীয় কারাগারের এক আসামির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী সুলতান মিয়া (৫২) নামে সাজাপ্রাপ্ত এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি চেকের মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

ঢাকা মেডিকেলে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গত জানুয়ারি মাসে চিকিৎসার জন্য টাঙ্গাইল কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই বন্দীকে আনা হয়। কারা চিকিৎসকের পরামর্শে ওই বন্দীকে কয়েক দফা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ গত ১৩ জুন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, ওই বন্দির গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আদলতপাড়া গ্রামে। বাবার নাম আবেদ আলী। সি আর ৩৬৯ / ২১, ধারা-এন আই অ্যাক্ট ১৩৮। সংক্রান্ত মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিল। ততার কয়েদী নম্বর-১৪০১ /এ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত