নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানার পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আমীর খসরুর রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জামিন আবেদন গ্রহণ করে তা আইনানুযায়ী নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা ও পল্টন থানার আট মামলায় জামিন আবেদন গ্রহণ না করায় ২ জানুয়ারি রিট করেন আমীর খসরু।
এর মধ্যে চারটি পল্টন থানার এবং চারটি রমনা থানার মামলা। যা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন।
আমীর খসরুর আইনজীবী সগীর হোসেন বলেন, ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এটি ছাড়া আরও ৯টি মামলায় তাঁর নাম থাকলেও সেগুলোতে গ্রেপ্তার দেখানো হয়নি। এসব মামলায় তাঁর জামিন আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি। তবে পল্টন থানার একটি মামলায় এরই মধ্যে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাইকোর্ট আট মামলায় আমীর খসরুর জামিন আবেদন গ্রহণ করে ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানার পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আমীর খসরুর রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জামিন আবেদন গ্রহণ করে তা আইনানুযায়ী নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এর আগে গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা ও পল্টন থানার আট মামলায় জামিন আবেদন গ্রহণ না করায় ২ জানুয়ারি রিট করেন আমীর খসরু।
এর মধ্যে চারটি পল্টন থানার এবং চারটি রমনা থানার মামলা। যা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন।
আমীর খসরুর আইনজীবী সগীর হোসেন বলেন, ২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এটি ছাড়া আরও ৯টি মামলায় তাঁর নাম থাকলেও সেগুলোতে গ্রেপ্তার দেখানো হয়নি। এসব মামলায় তাঁর জামিন আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি। তবে পল্টন থানার একটি মামলায় এরই মধ্যে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাইকোর্ট আট মামলায় আমীর খসরুর জামিন আবেদন গ্রহণ করে ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
২৯ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
৩৭ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ ঘণ্টা আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে