নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কানাডার সিটিজেন সুন্দরীর জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই নারীর নাম শামীমা রহমান খান ওরফে সোনিয়া পারভিন ওরফে সীমা (২৯)। তিনি চুয়াডাঙ্গা সদরের খরপিটাল চক্ষু হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর সড়ক এলাকার মৃত হাবিবুর রহমাম খান ওরফে ইব্রাহিম আলীর মেয়ে।
আজ একদিনের রিমান্ড শেষে শামীমাকে আদালতে হাজির করে উত্তরা থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক মিয়া তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার শামীমাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রোববার বিকেলে উত্তরার রাজলক্ষ্মীর একটি রেস্টুরেন্ট থেকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ব্যবসায়ী আব্দুল আজিজের করা মামলায় শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শামীমা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কানাডার প্রবাসী ধনাঢ্য নারীর জন্য বয়স্ক পাত্র চাইতেন। বিজ্ঞাপনে ফোন নম্বর উল্লেখ থাকত। বিজ্ঞাপনে আরও বলা হত, পাত্র বিবাহিত ও তাঁর সন্তান থাকলেও কোনো সমস্যা নেই। পরে বিভিন্ন ব্যক্তি যোগাযোগ করলে তাঁদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে সরে পড়তেন এই নারী।
মামলায় বলা হয়, ব্যবসায়ী আব্দুল আজিজ একটি বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। পরে প্রতারকেরা একটি ই–মেইল অ্যাড্রেস দিয়ে জীবন বৃত্তান্ত পাঠাতে বলেন। আব্দুল আজিজ জীবন বৃত্তান্ত পাঠালে তাঁকে কল দিয়ে কখনো শামীমা রহমান, কখনো তাঁর সহযোগী নুরুল আলম কথা বলেন। একপর্যায়ে তাঁরা গুলশানের ওয়েস্টিন হোটেলে দেখা করে আলোচনা করেন। পরবর্তীতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের আব্দুল আজিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের আলোচনা হয়। সেখানে তাঁদের বিয়ের দিন–তারিখ ঠিক হয়।
প্রতারকেরা আব্দুল আজিজকে কানাডায় নিয়ে যাবেন বলে জানায় এবং তাঁর পাসপোর্ট করতে বলেন। সেই সঙ্গে তাঁরা জানান, কানাডায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং, টিকিট, বিয়ের খরচ ও গয়না খরচ দিতে হবে। কথা অনুযায়ী তিনি সব মিলিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ও তাঁর আগের বউয়ের দেড় ভরি স্বর্ণালংকার দেন।
মামলায় আরও বলা হয়, আব্দুল আজিজের বাসায় গত ২০ মে শাড়ি, গয়না পরে শামীমা কনে সেজে আব্দুল আজিজকে বিয়েও করেন। পরবর্তীতে কানাডায় যাওয়ার জন্য শামীমা তাঁকে কাগজপত্র দিয়ে গত ২৯ মে ফ্লাইটের কথা জানান। কিন্তু এর দুই দিন আগে ২৭ মে থেকে শামীমা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। সেই সঙ্গে আজিজের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।
এর কিছুদিন পর এ ধরনের আরেকটি বিজ্ঞাপন দেখে ওই আজিজ আবার ভিন্ন ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে কৌশলে এই শামীমাকে শনাক্ত করেন এবং পুলিশের হাতে তুলে দেন।
কানাডার সিটিজেন সুন্দরীর জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো ওই নারীর নাম শামীমা রহমান খান ওরফে সোনিয়া পারভিন ওরফে সীমা (২৯)। তিনি চুয়াডাঙ্গা সদরের খরপিটাল চক্ষু হাসপাতাল সংলগ্ন ৯ নম্বর সড়ক এলাকার মৃত হাবিবুর রহমাম খান ওরফে ইব্রাহিম আলীর মেয়ে।
আজ একদিনের রিমান্ড শেষে শামীমাকে আদালতে হাজির করে উত্তরা থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক মিয়া তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার শামীমাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রোববার বিকেলে উত্তরার রাজলক্ষ্মীর একটি রেস্টুরেন্ট থেকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ব্যবসায়ী আব্দুল আজিজের করা মামলায় শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শামীমা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কানাডার প্রবাসী ধনাঢ্য নারীর জন্য বয়স্ক পাত্র চাইতেন। বিজ্ঞাপনে ফোন নম্বর উল্লেখ থাকত। বিজ্ঞাপনে আরও বলা হত, পাত্র বিবাহিত ও তাঁর সন্তান থাকলেও কোনো সমস্যা নেই। পরে বিভিন্ন ব্যক্তি যোগাযোগ করলে তাঁদের কাছ থেকে কৌশলে টাকা নিয়ে সরে পড়তেন এই নারী।
মামলায় বলা হয়, ব্যবসায়ী আব্দুল আজিজ একটি বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। পরে প্রতারকেরা একটি ই–মেইল অ্যাড্রেস দিয়ে জীবন বৃত্তান্ত পাঠাতে বলেন। আব্দুল আজিজ জীবন বৃত্তান্ত পাঠালে তাঁকে কল দিয়ে কখনো শামীমা রহমান, কখনো তাঁর সহযোগী নুরুল আলম কথা বলেন। একপর্যায়ে তাঁরা গুলশানের ওয়েস্টিন হোটেলে দেখা করে আলোচনা করেন। পরবর্তীতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের আব্দুল আজিজের ব্যবসা প্রতিষ্ঠানে বিয়ের আলোচনা হয়। সেখানে তাঁদের বিয়ের দিন–তারিখ ঠিক হয়।
প্রতারকেরা আব্দুল আজিজকে কানাডায় নিয়ে যাবেন বলে জানায় এবং তাঁর পাসপোর্ট করতে বলেন। সেই সঙ্গে তাঁরা জানান, কানাডায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং, টিকিট, বিয়ের খরচ ও গয়না খরচ দিতে হবে। কথা অনুযায়ী তিনি সব মিলিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ও তাঁর আগের বউয়ের দেড় ভরি স্বর্ণালংকার দেন।
মামলায় আরও বলা হয়, আব্দুল আজিজের বাসায় গত ২০ মে শাড়ি, গয়না পরে শামীমা কনে সেজে আব্দুল আজিজকে বিয়েও করেন। পরবর্তীতে কানাডায় যাওয়ার জন্য শামীমা তাঁকে কাগজপত্র দিয়ে গত ২৯ মে ফ্লাইটের কথা জানান। কিন্তু এর দুই দিন আগে ২৭ মে থেকে শামীমা তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। সেই সঙ্গে আজিজের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন।
এর কিছুদিন পর এ ধরনের আরেকটি বিজ্ঞাপন দেখে ওই আজিজ আবার ভিন্ন ফোন নম্বর দিয়ে যোগাযোগ করে কৌশলে এই শামীমাকে শনাক্ত করেন এবং পুলিশের হাতে তুলে দেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র থেকে চিরতরে দুর্নীতিকে বিলুপ্ত করা যায়নি। আমরা বলেছিলাম গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরোনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধানসহ শেখ
২ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
২৪ মিনিট আগেসম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ টাকা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে স্বাস্থ্যসেবা বাবদ বরাদ্দ পাবেন মাত্র ৬ টাকা ৬৮ পয়সা; যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত বলে মনে ক
২৬ মিনিট আগেরাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ মিনিট আগে