Ajker Patrika

জিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ঢামেক প্রতিনিধি
জিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

রাজধানীর জিগাতলায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে রশিদুল ইমলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত রশিদুলের সহকর্মী মো. নুর আলম জানান, তাঁরা জিগাতলায় পিলখানার ৪ নম্বর গেটের পাশে একটি নির্মাণাধীন ১৩ তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করেন। ছাদের একপাশে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যান রশিদুল। সেফটি বেল্ট লাগানো থাকলেও তা ছিঁড়ে যায়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

জানা গেছে, রশিদুলের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। আট দিন ভবনটিতে কাজ করছিলেন তিনি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া রশিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত