Ajker Patrika

সাভারে ‘মদ্যপানের পর বিষক্রিয়ায়’ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার
Thumbnail image

ঢাকার সাভারে দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে তাঁদের মৃত্যু হয়। তাঁদের পরিবারের সদস্যরা জানায়, মৃত্যুর আগে তাঁরা মদ্যপান করেছিলেন। সেই বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে।

মৃত দুজন হলেন, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ড নগর গ্রামের হাশেম আলী (৬০) ও সাভার পৌর এলাকার আড়াপাড়ার অনেশ কর্মকারের ছেলে বাবু কর্মকার (৩৫)। হাশেম আলী ভাঙারির ব্যবসা করতেন। আর বাড়ির পাশেই চা বিক্রি করতেন বাবু।

হাসেম আলীর শ্যালক মিন্টু মিয়া বলেন, ‘আমার ভগ্নিপতি হাশেম আলী ও বাবু কর্মকার গতকাল বুধবার রাত ১১টার দিকে যার যার বাড়ি ফেরেন। কিছু সময় পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা বমি ও পাতলা পায়খানা করতে থাকেন। রাতেই আমার ভগ্নিপতিকে পৌর এলাকার ড্রেন মার্কেটে তাঁর ছেলে জুয়েলের বাসায় আনা হয়। এরপর তাঁর অবস্থার আরও অবনতি হলে আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছু সময় পর তিনি মারা যান।’

মিন্টু মিয়া বলেন, ‘আমরা শুনেছি, আমার ভগ্নিপতি ও বাবু গতকাল বুধবার সন্ধ্যায় ধামরাইয়ে বরদাইল এলাকায় যান। এর পর ওই এলাকার চন্দন সাহা নামের এক ব্যক্তির সঙ্গে তাঁরা মদপান করেন। চন্দন পেশায় রিকশাচালক। আমার ধারণা, মদের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।’

বাবু কর্মকারের মামা রতন কর্মকার বলেন, ‘আমার ভাগনে রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। রাত ১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

আজ বৃহস্পতিবার সকালে বরদাইলে চন্দনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁরা কোথায় গেছেন প্রতিবেশীরা তা বলতে পারেনি।

যোগাযোগ করা হলে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, অনেকটা অচেতন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে হাসেম আলীকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁর বমি ও পাতলা পায়খানা হচ্ছিল। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার একপর্যায়ে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি আজ বৃহস্পতিবার সকালে আড়াপাড়া যাই। সেখানে হাসেম ও বাবুর লাশ দেখতে পাই। মৃত্যুর আগে তাঁরা মদ্যপান করেছিলেন কিনা প্রাথমিক তদন্তে তা যেমন নিশ্চিত হওয়া যায়নি, তেমনি তাঁদের মৃত্যুর কারণও নির্ণয় করা সম্ভব হয়নি। এটি জানতে ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে পাঠানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত