Ajker Patrika

যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ জুন ২০২৩, ১৪: ৪৯
যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন সেলিম মিয়া (৩০) ও মিরাজ হোসেন (২৫)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাশেম রোডে বাসচাপায় আহত হন সেলিম। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

এদিকে আজ শুক্রবার ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হন মিরাজ। খবর পেয়ে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে এলে ভোর ৫টার দিকে মৃত্যু হয় তাঁর।

সেলিমের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি যাত্রাবাড়ীর শনির আখড়ায় থাকতেন। তিনি সময় পরিবহন নামে বাসের চালক ছিলেন। রাতে গাড়ি চালানো শেষ করে চিটাগাং রোডে গাড়ি পার্কিং করে রাখেন সেলিম। এরপর সেখান থেকে মাতুয়াইল মেডিকেল এলাকায় এসে রিকশায় করে বাসায় ফিরছিলেন সেলিম ও আরেক চালক সাদ্দাম হোসেন (২৩)। হাশেম রোডে এলে পেছন দিক থেকে ঠিকানা পরিবহনের একটি বাস রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী সেলিম ও সাদ্দাম ও রিকশাচালক ছিটকে রাস্তায় পড়েন। গুরুতর আহত হন সেলিম। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। দুর্ঘটনার পরপর সেখান থেকে গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। গাড়িটি জব্দ এবং এর চালককে আটকের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।’

নিহত মিরাজের চাচাতো ভাই মো. নাজমুল হোসেন জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। যাত্রাবাড়ী কাজলা নয়ানগর এলাকায় থাকতেন। তিনি দরজির কাজ করতেন। মিরাজের বাবার নাম লোকমান খান। তাঁর বাবা-মা আজ ভোরে গ্রামের বাড়ি চাঁদপুর থেকে লঞ্চে সদরঘাটে আসার কথা ছিল। তাঁদের আনার জন্য কাজলার বাসা থেকে সদরঘাট যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন মিরাজ। পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. তুহিন মিয়া বলেন, ‘ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তায় আহত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তখন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে পারিনি। তবে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত